বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগণার বাসিন্দার৷ তাঁর স্বামী যজ্ঞেশ্বর দেউরি ২৫ বছর আগে মৃত্যু হয়। নিজের প্রায় শতাধিক আত্মীয়-স্বজন, ছেলেমেয়ে. নাতি-নাতনি এবং কয়েক শ গ্রামবাসী সহ একটি শবযাত্রা হল,যেখানে ছিল না কোনও শোকের চিহ্ন৷ ৮ কিলোমিটার দীর্ঘ রাস্তা বসিরহাটের ৭২ নম্বর রোড, টাকি রোড ,থেকে ইটিন্ডা রোডে মিছিল করে বসিরহাটে জামরুল তলায় শ্মশান ঘাটে নিয়ে গিয়ে তাঁর শেষকৃত্য সমাধা করা হল৷
advertisement
আরও পড়ুন - North 24 Parganas News: শুধুই কি মোবাইল ছিনতাইয়ের জন্য চালানো হয়েছিল গুলি? হাবরা কাণ্ডে তীব্র সংশয়
বৃদ্ধার শেষ ইচ্ছা ছিল তার মৃত্যুর পর তাকে যেন চোখের জলে বিদায় না জানিয়ে আনন্দের মধ্য দিয়ে তাকে শেষকৃত্য সম্পন্ন করা হয়, আর সেই কথা রাখলেন ছেলেমেয়ে থেকে নাতি নাতনি আত্মীয়-স্বজন থেকে শুরু করে গ্রামবাসীরা।
আরও পড়ুন - Viral News: ঝড়ের গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে ‘এই’ বিশাল আকারের পাথর, বিজ্ঞানীরা রয়েছেন সতর্ক, কী হবে
মৃতদেহ ফুল দিয়ে সজ্জিত করে বাঁশের চতুর্দোলায় চাপিয়ে একদিকে ব্যান্ডপার্টি অন্যদিকে ডিজে বক্স বাজিয়ে উদ্দাম নৃত্যের মধ্য দিয়ে ৮ কিলোমিটার পথ অতিক্রম করে শ্মশান ঘাটে পৌঁছালেন ছেলে-মেয়ে, নাতি, নাতনি, আত্মীয়স্বজন এমনকি গ্রামবাসীরাও। মৃত্যু হলে দুঃখের মধ্যে দিয়ে মানুষ তার শেষকৃত্য সম্পন্ন করে আর একেবারে অন্য ছবি দেখা গেল বসিরহাটে৷ বৃদ্ধার শেষ ইচ্ছাপূরণে উল্টো গেল চোখের জলের বদলে আনন্দের মধ্য দিয়ে বৃদ্ধার শেষকৃত্য সম্পন্ন হল৷
Julfikar Molla