Gangasagar Women Last Rites: ব্যান্ড বাজিয়ে শোভাযাত্রা করে শেষকৃত্য ১১৩ বছরের বৃদ্ধার, দেখুন ভিডিও

Bangla Digital Desk | News18 Bangla | 07:00:14 PM IST Jan 23, 2022

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১১৩ বছর। তাঁর মৃত্যুর ব্যান্ড বাজিয়ে শোভাযাত্রা হয়। বনলতা খাটুয়া। ১৯১০ সালে জন্ম হয়েছিল তাঁর। মৃত্যু ২০২২ -এ। ১১৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুর পর তাঁর মরদেহ নিয়ে বেরোল শোভাযাত্রা। গঙ্গাসাগরের বনলতা খাটুয়া শ্মাশানে গেলেন একটু অন্যভাবে। লোকজন আনন্দ করে তাঁকে নিয়ে গেলেন শেষযাত্রায়। যা সচরাচর দেখা যায় না।

লেটেস্ট ভিডিও