আরও পড়ুনঃ সহস্র কন্ঠে গীতা পাঠ, গুরুগম্ভীর শ্লোকে মুখরিত হাবড়া
জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমা পরিবহন দপ্তরের উদ্যোগে বনগাঁর ৫০ থেকে ৬০ জন পরিবহন চালকদের নিয়ে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শারীরিকভাবে সুস্থ থাকলে তবেই নিরাপদে যাত্রী পরিবহনের কাজ করতে পারবেন চালকেরা। তাই তাঁদের স্বাস্থ্য পরীক্ষার মধ্যে দিয়ে বিভিন্ন বিষয়ে জেনে নেওয়া হল পরিবহন দপ্তরের প্রয়োজনও। পাশাপাশি স্বাস্থ্য সংক্রান্ত নানা পরামর্শ পেলেন কঠিন পরিশ্রম করে পরিবহন চালানো চালকেরা। এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের মাধ্যমে অনেকটাই উপকার হল তাঁদের এমনটাই মত ড্রাইভারদের।
advertisement
শুধু তাই নয়, সেফ ড্রাইভ সেভ লাইফ এর উপরও এদিন একটি তথ্যচিত্র তুলে ধরা হয় চালকদের নানান বিষয়ে জানানোর জন্য। পাশাপাশি যাত্রী নিরাপত্তার বিষয়টিও তুলে ধরা হয় তাঁদের সামনে। বনগাঁ ব্লক স্বাস্থ্য দফতরের সহযোগিতায় স্বাস্থ্য পরীক্ষা ও রানাঘাট নেত্রজ্যোতি ক্লাবের সহযোগিতায় চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এদিন। পরিবহন দপ্তরের আধিকারিক দেবাশীষ রায়(এ.আর.টি.ও) জানান, আগামীতে বনগাঁ মহকুমার বিভিন্ন প্রান্তে ড্রাইভারদের নিয়ে এই ধরনের স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হবে।
Rudra Narayan Roy