দোলে পোষ্যদের গায়ে রঙ না দেওয়ার আর্জি জানান বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা। নিউ টাউনের সিটি স্কোয়ার গ্রাউন্ডে দোল নিয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। নিউ টাউনের বাসিন্দারা তাঁদের প্রিয় পোষ্যদের নিয়ে সিটি স্কোয়ারে জমায়েত করেন। সেখানে যাতে পোষ্যদের গায়ে কোনরকম জোর জবরদস্তি করে রঙ না লাগানো হয়, তাঁদের যাতে ভয় দেখান না হয়ে সে ব্যাপারে সচেতনতার বার্তা দেন সিপি।
advertisement
আরও পড়ুন - North 24 Parganas News: সন্তানের স্মৃতি পেরিয়ে অন্য বসন্ত কাটালেন ওঁরা
রঙের উৎসবের পরই দেখা যায় এলাকায় চারপাশে ঘুরে বেড়ানো পোষ্যদের নানা রঙ মেখে থাকতে। ফলে তাদের শরীরে ক্ষতি হয় অনেক সময়ই দেখা যায় নানা শারীরিক সমস্যা তৈরি হচ্ছে এমনকি মৃত্যু অবধিও ঘটতে পারে বলেই মনে করেন পশুপ্রেমীরা।
আরও পড়ুন - Doggy Dhaba : সারময়েদের জন্য বিশেষ ধাবা! পোষ্যদের জন্য হাজির খাবার থেকে জন্মদিনের কেকও
তাই এই অবলা জীবদের যাতে কোনভাবে সমস্যার সম্মুখীন না হতে হয় সেই বার্তাই তুলে ধরা হয়, এদিনের সচেতনতা শিবির থেকে। অনুষ্ঠানে বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা ছাড়াও, উপস্থিত ছিলেন ডেপুটি কমিশনার (হেড কোয়ার্টার) দেবস্মিতা দাস, এসিপি শ্রেয়া সরকার সহ বিশিষ্ট ব্যক্তিরা। রঙের উৎসবে মাতুন নিজেরা, পোষ্যদের দূরে রেখে এই আবেদনই জানানো হয় এদিনের সচেতনতা শিবির থেকে।
Rudra Narayan Roy