Doggy Dhaba : সারময়েদের জন্য বিশেষ ধাবা! পোষ্যদের জন্য হাজির খাবার থেকে জন্মদিনের কেকও

Last Updated:

Doggy Dhaba : এক দম্পতি শুরু করেছেন 'ডগি ধাবা'। খাদ্যরসিকরা নির্দ্বিধায় তাঁদের পোষ্য কুকুরকে নিয়ে যেতে পারবেন এখানে।

পোষ্যরা পরিবারের সদস্যই হয়ে ওঠেন। কিন্তু সমস্যায় পড়তে হয় বাড়ির বাইরে গেলে। কারণ সব জায়গায় পোষ্যদের উপস্থিতি মেনে নেওয়া হয় না। কিন্তু বাড়ির সকলে মিলে রেস্তরাঁয় খেতে গেলেও মনে পড়ে পোষ্যের কথা। বিশেষ করে বাড়িতে পোষা কুকুর থাকলে মনের টান অত্যন্ত বেশি হয়। তাঁদের সমস্যা দূর করতে ইন্দোরে হাজির কুকুরদের জন্য বিশেষ ধাবা। এক দম্পতি শুরু করেছেন 'ডগি ধাবা'। খাদ্যরসিকরা নির্দ্বিধায় তাঁদের পোষ্য কুকুরকে নিয়ে যেতে পারবেন এখানে।
কুকুরপ্রেমী দম্পতি বলরাজ ঝালা ও তাঁর স্ত্রী মিলে এই ধাবা শুরু করেছেন। এই ধাবায় খাওয়া থাকার পাশাপাশি উদযাপন করা যাবে পোষা কুকুরের জন্মদিনও। নিয়ে যাওয়া যাবে পার্সেল করেও।
আরও পড়ুন :  দেখে না দুই ছেলে, ভিক্ষাজীবী বৃদ্ধ তিলে তিলে সঞ্চিত ৫০ লক্ষ টাকা দান করেছেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে
কোভিড অতিমারি পর্বে এই ধাবার পরিকল্পনা আসে বলরাজের মনে। সে সময় সামান্য খাবারের জন্য কুকুরদের আর্তি নরম করে ছিল তাঁর মনকে। পাশাপাশি, রাস্তায় বেরলেই তিনি পথের কুকুরদেরও খাওয়ান। বলেছেন, "আমি বরাবরই কুকুরপ্রেমী। ২০১৯ সালে আমি একটি হোটেলে চাকরি করতাম। রাতে বাড়ি ফেরার সময় পথের কুকুরদের খাওয়াতাম। তখনই কুকুরদের জন্য ধাবা খোলার পরিকল্পনা আসে। অবশেষে ২০২০ সালে স্ত্রীর সঙ্গে মিলে তিনি সেই ডগি ধাবা শুরু করেন। "
advertisement
advertisement
আরও পড়ুন :  বিয়ের মাঝে হৃদরোগ, ছাদনাতলাতেই নিথর বধূবেশী দিদি, বোনের সঙ্গে বিয়ে হল পাত্রের
সাধারণ খাবার থেকে শুরু করে বিশেষ লোভনীয় খাবার-কুকুরদের জন্য অমিষ ও নিরামিষ সব রকমের খাবার পাওয়া যায় এই ধাবায়। দাম, ৭ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা পর্যন্ত। তাদের জন্মদিন উদযাপনে পাওয়া যায় কাস্টমাইজড কেকও। পালক বা মালিকের সঙ্গে পোষ্য সারমেয় এখানে থাকতেও পারবে। তাদের সবরকম সুবিধার দিকে খেয়াল রাখা হয়।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Doggy Dhaba : সারময়েদের জন্য বিশেষ ধাবা! পোষ্যদের জন্য হাজির খাবার থেকে জন্মদিনের কেকও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement