Bizarre Wedding: বিয়ের মাঝে হৃদরোগ, ছাদনাতলাতেই নিথর বধূবেশী দিদি, বোনের সঙ্গে বিয়ে হল পাত্রের

Last Updated:

Bizarre Wedding: বিয়ের রীতি রেওয়াজ পালনের সময়েই আচমকা ছন্দপতন। ছাদনাতলাতেই অচৈতন্য হয়ে পড়ে যান হেতাল

ভাবনগর : বিয়ের দিনটাই জীবনের শেষ দিন হয়ে দাঁড়াল গুজরাতের ভাবনগরের এক তরুণীর। সুভাষনগর এলাকায় বসেছিল তাঁর বিয়ের আসর। কিন্তু সেখানে ভাবনগরে ভগবানেশ্বর মহাদেব মন্দিরের সামনেই ঘটল সেই দুঃখজনক ঘটনা।
বিয়ের হচ্ছিল জীনাভাই রাঠৌরের মেয়ে হেতালের। পাত্র ছিলেন নারি গ্রামের বাসিন্দা রানাভাই আলগোতারের ছেলে বিশাল। বিয়ের মণ্ডপে ভিড় করে ছিলেন অতিথি অভ্যাগতরা। গানবাজনার মধ্যেই চলছিল বিয়ের প্রক্রিয়া। বিয়ের রীতি রেওয়াজ পালনের সময়েই আচমকা ছন্দপতন। ছাদনাতলাতেই অচৈতন্য হয়ে পড়ে যান হেতাল। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকি‍ৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ তাঁদের ধারণা, হেতালের মৃত্যুর কারণ হৃদরোগ৷
advertisement
advertisement
বিয়ের মাঝপথে আচমকা এই ঘটনায় কনের বাড়ির লোকজন শোকে মুহ্যমান হয়ে পড়েন। তখনও কন্যাসম্প্রদান বাকি। আত্মীয় পরিজনরা ঠিক করেন, বিয়ে অসম্পূর্ণ থেকে যেতে পারে না। তাঁদের কথায় হেতালের বোনের সঙ্গে বিশালের বিয়ে ঠিক হয়। সেইমতো হেতালের নিথর দেহ রাখা হয় হিমঘরে। তাঁর ছোটবোনের সঙ্গে বিয়ে হয় বিশালের। দিদির পরিবর্তে ছোট বোনকে নববধূ রূপে বাড়িতে নিয়ে আসেন এই যুবক৷ তাঁর পরিবারকে শূন্য হাতে ও ভগ্ন মনে ফিরতে দিতে চাননি হেতালের পরিবার৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bizarre Wedding: বিয়ের মাঝে হৃদরোগ, ছাদনাতলাতেই নিথর বধূবেশী দিদি, বোনের সঙ্গে বিয়ে হল পাত্রের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement