সোমবার সকালে এক মহিলার পচাগলা দেহ উদ্ধার হয়। উদ্ধার হওয়া মহিলার আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে। দেহটি উদ্ধার হয় বসিরহাটের ন্যাজাট থানার বয়ারমারী মাঝেরপাড়া এলাকা থেকে। পুলিশ সূত্রে খবর, বাসন্তী হাইওয়ের পাশে দুর্গন্ধ পেয়ে ঝোপের মধ্যে এক মহিলার মৃতদেহ দেখতে পায়। এলাকাবাসীরা পুলিশে খবর দিলে ন্যাজাট থানার পুলিশ গিয়ে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়েছে।
advertisement
আরও পড়ুন: নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে, কালনায় জঘন্য ঘটনা!
আরও পড়ুন: আতঙ্কের নাম অ্যাডিনোভাইরাস, পরিস্থিতি বেগতিক! বিশেষজ্ঞ ডাক্তারদের আসরে নামাল সরকার
যদিও এলাকাবাসীরা মৃতদেহটিকে সনাক্ত করতে পারেননি। ঘটনার জেরে আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। কোথা থেকে এই দেহ এল? দুর্ঘটনা থেকে মৃত্যু নাকি কেউ খুন করে তাকে সেখানে ফেলে রেখে গিয়েছে? উঠছে একাধিক প্রশ্ন। তদন্তে ন্যাজাট থানার পুলিশ।






