New Town Fire: ঘুনি বস্তি থেকে এখনও কুণ্ডলী পাকিয়ে উঠছে ধোঁয়া, সর্বস্ব হারিয়ে স্তব্ধ এলাকা! ছাইয়ের গাদায় হারানো সংসারের খোঁজ
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
New Town Fire: নিউটাউন ঘুনি বস্তিতে এখনও উঠছে ধোঁয়া। ক্ষতিগ্রস্তরা পোড়া ছাই থেকেই শেষ সম্বল খোঁজার চেষ্টা চালাচ্ছেন।
advertisement
1/7

গোটা রাত অতিক্রান্ত হওয়ার পরেও এদিন সকালে নিউ টাউনের ঘুনি বস্তির একাধিক জায়গা থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। (ছবি ও তথ্য - রুদ্র নারায়ণ রায়)
advertisement
2/7
বুধবার রাতে এই বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে যুদ্ধকালীন পরিস্থিতিতে দমকলের প্রায় ২৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। বর্তমানে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে থেকে কুলিং ডাউন করার প্রক্রিয়া চালাচ্ছে।
advertisement
3/7
দমকল সূত্রে জানা গিয়েছে, কিছু কিছু জায়গায় এখনও আগুনের রেশ থাকায় সতর্কতার সঙ্গে জল দিয়ে নেভানোর কাজ চলছে। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। সেই কারণেই আগুনকে নির্দিষ্ট এলাকায় বেঁধে রাখতে দমকল কর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সাহায্যের হাত বাড়িয়ে দেন।
advertisement
4/7
এদিন সকালেও বিভিন্ন জায়গায় ধোঁয়া ওঠার পাশাপাশি চোখে পড়ে সর্বস্বহারা মানুষজনের কান্না। আগুন নিভতেই পোড়া ধ্বংসস্তূপের মধ্যে নিজেদের প্রয়োজনীয় জিনিস খোঁজার চেষ্টা চালান ক্ষতিগ্রস্ত পরিবারগুলি।
advertisement
5/7
তবে অধিকাংশ ক্ষেত্রেই কিছুই অবশিষ্ট নেই। রিকশা, পোল্ট্রি, সংসারের আসবাব থেকে শুরু করে ঘরবাড়ি- সবই পুড়ে ছাই হয়ে গিয়েছে। গোটা এলাকা যেন শ্মশানের রূপ নিয়েছে।
advertisement
6/7
অগ্নিকাণ্ড প্রসঙ্গে এদিন বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, কলকাতায় অবৈধ ঝুপড়ির সংখ্যা বেড়েই চলেছে। বিদেশিরা এসে অবৈধভাবে থাকছে ও নানা ধরনের বেআইনি কার্যকলাপ করছে। বিভিন্ন জিনিস মজুত করে রাখার ফলেই শীতের মরশুমে এ ধরনের দুর্ঘটনার আশঙ্কা বাড়ে। তিনি এ বিষয়ে সরকারকে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন।
advertisement
7/7
এদিকে, স্থানীয় প্রশাসনের তরফ থেকে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। (ছবি ও তথ্য - রুদ্র নারায়ণ রায়)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
New Town Fire: ঘুনি বস্তি থেকে এখনও কুণ্ডলী পাকিয়ে উঠছে ধোঁয়া, সর্বস্ব হারিয়ে স্তব্ধ এলাকা! ছাইয়ের গাদায় হারানো সংসারের খোঁজ