North 24 Parganas News: সহকর্মীর ফাঁদে গাইঘাটার যুবক, কাঁকিনাড়ায় আটকে রেখে ২ লক্ষ টাকা দাবি! ফোনেই ফাঁস রহস্য

Last Updated:

North 24 Parganas News: সহকর্মীকে আটকে রেখে মুক্তিপণ দাবি! তদন্তে নেমে কাঁকিনাড়া থেকে উদ্ধার গাইঘাটার যুবক।

গাইঘাটা থানা
গাইঘাটা থানা
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: সহকর্মীকে আটকে রেখেই চাওয়া হল মুক্তিপণ। কাঁকিনাড়া থেকে উদ্ধার করা হল অপহৃত গাইঘাটার যুবককে, গ্রেফতার এক। ঘটনায় মূল অভিযুক্ত হুগলির ভদ্রেশ্বরের বাসিন্দা দানিশ শরিফ নামে এক যুবক। ইতিমধ্যেই গাইঘাটা থানার পুলিশ তাকে হেফাজতে নিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া যুবকের নাম রুদ্র বিশ্বাস। তিনি গাইঘাটার শিমুলিয়াপাড়া এলাকার বাসিন্দা এবং কর্মসূত্রে কাঁকিনাড়ায় কাজ করতেন।
অভিযোগ, রুদ্র বাড়ি থেকে কাজে বেরোনোর পর আর তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ সময় অপেক্ষার পর কোন খোঁজ না পেয়ে, উদ্বিগ্ন হয়ে তাঁর মা রত্না বিশ্বাস গাইঘাটা থানায় নিখোঁজ ডায়েরি করেন। এরপর, রত্না বিশ্বাসের মোবাইলে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয়, রুদ্রকে আটকে রাখা হয়েছে এবং ২ লক্ষ টাকা দিলে তাঁকে ছেড়ে দেওয়া হবে। টাকা না দিলে ভয়াবহ পরিণতির হুমকিও দেওয়া হয়।
advertisement
advertisement
বিষয়টি সঙ্গে সঙ্গেই পুলিশকে জানায় রুদ্রর পরিবার। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্তে নেমে মোবাইল নম্বরটি ট্র্যাক করে কাঁকিনাড়া এলাকায় অভিযান চালায়।  পুলিশ সেখানে পৌঁছে অপহৃত রুদ্রকে উদ্ধার করে। পাশাপাশি অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দানিশ শরিফকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, দানিশ ও রুদ্র একই জায়গায় কাজ করতেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কাজের জায়গায় টাকা-পয়সা সংক্রান্ত বিবাদের জেরেই এই অপহরণের ঘটনা ঘটতে পারে বলে পুলিশের অনুমান। এদিন ধৃত দানিশ শরিফকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁকে পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কেন এই অপহরণ তার কারণও জানার চেষ্টা চালানো হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: সহকর্মীর ফাঁদে গাইঘাটার যুবক, কাঁকিনাড়ায় আটকে রেখে ২ লক্ষ টাকা দাবি! ফোনেই ফাঁস রহস্য
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement