Crime News: নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে, কালনায় জঘন্য ঘটনা!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Crime News: নাবালিকা বাড়ির পাশেই বন্ধুর সঙ্গে খেলাতে যায়, সেই সময় তাকে ধর্ষণ করে বলে অভিযোগ।
বর্ধমান: কালনা থানার এলাকায় এক চোদ্দ বছর বয়সী নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। ধৃত ব্যক্তিকে সোমবার কালনা মহকুমা হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে আসা হয়।
নির্যাতিতার পরিবার সূত্রে জানা যায়, ওই নাবালিকা ছাত্রী তার বাড়ির পাশেই একটি বন্ধুর সঙ্গে খেলার জন্য যাচ্ছিল। গতকাল অর্থাৎ রবিবার বিকেলে, অভিযুক্ত ওই ব্যক্তি তাকে টেনে নিয়ে গিয়ে ঘরে ধর্ষণ করে বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুন: দুই ফুট উচ্চতা-দশ ইঞ্চির চওড়া, নদের তীরে বহুমূল্যবান সম্পদ উদ্ধার ঘিরে শোরগোল!
এরপরে ওই নাবালিকা ছাত্রীর চিৎকার ও কান্নাকাটি শুনে তার মা ঘটনাস্থলে চলে আসেন। অভিযুক্ত যুবক ধরা পড়ে যায়। তারপরে কালনা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই ব্যক্তিকে। আজ সোমবার ধৃত ব্যক্তিকে কালনা আদালতে তোলা হবে।
advertisement
নবকুমার রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
March 06, 2023 2:34 PM IST