বর্ধমান: সরকার সহায়ক মূল্যে আলু কিনতে উদ্যোগী হওয়ায় খুশি রাজ্যের শস্যভান্ডার হিসেবে পরিচিত পূর্ব বর্ধমান জেলার কৃষকরা। এর ফলে আলুর দাম কিছুটা বাড়বে বলে মনে করছেন তাঁরা। গত বছর পুজোর আগে আলুর ভাল দাম থাকলেও পরবর্তীতে দাম একেবারেই পড়ে গিয়েছিল। শেষে আলুর দাম এতটাই পড়ে যায় যে অনেক চাষিই আর বাড়তি খরচ করে আলু হিমঘর থেকে বের করেননি। সেই আলু নিলামে উঠেছিল।
অনেক চাষিকেই মোটা টাকা লোকসান গুনতে হয়েছিল। এ বছরও আলুর ফলন ভাল হলেও দাম না থাকায় মাথায় হাত পড়েছিল কৃষকদের। এমন পরিস্থিতিতে সরকার আলু কেনার সিদ্ধান্ত নেওয়ায় বাজার কিছুটা চাঙ্গা হতে পারে বলে মনে করছেন কৃষকরা। রাজ্যের ১১টি প্রধান আলু উৎপাদক জেলার চাষিদের থেকে সাড়ে ছ'টাকা কেজি দরে জ্যোতি আলু কেনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শুক্রবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে কৃষি বিপণন দফতর।
আরও পড়ুন: পুকুর ভরাট করে চলছে নির্মাণ, পরিদর্শনে পৌরসভার চেয়ারম্যান
১০ লক্ষ টন আলু কেনার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। সাত থেকে ৩১ মার্চ পর্যন্ত এই আলু কেনা হবে। একজন চাষি ২৫ কুইন্টাল পর্যন্ত অর্থাৎ পঞ্চাশ বস্তা আলু বিক্রি করতে পারবেন। বিক্রি করতে ইচ্ছুক চাষিদের তালিকা তৈরি করবেন বিডিওরা। কৃষকবন্ধু প্রাপকদের তালিকা, কিষাণ ক্রেডিট কার্ড, জমির মালিকানার কাগজ যাচাই করে তালিকা সংশ্লিষ্ট হিমঘরে পাঠিয়ে দেবে ব্লক প্রশাসন।
আরও পড়ুন: 'ওর কাছে টাকার পাহাড় আছে', অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য দারুণ 'বুদ্ধি' দিলেন সেলিম!
কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, আলু কেনার জন্য হিমঘর মালিকরা সমবায় ও রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক থেকে ঋণ নেবেন। চাষিদের কাছ থেকে কেনা আলুর দাম, ঋণ বাবদ সুদ এবং হিমঘর মালিকদের ১০ শতাংশ লাভ ধরে বিক্রির দাম ঠিক হবে। প্রতি কেজি সাত টাকা ৬৭ পয়সা ন্যূনতম বিক্রয় মূল্য ধার্য করেছে দফতর। আলুর বিক্রয়মূল্য থেকে কম হলে সরকার ক্ষতিপূরণ দেবে। নিজের প্রয়োজনে এই আলু রাজ্য কিনলে দাম দেওয়া হবে প্রতি কেজিতে ১১ টাকা ৩০ পয়সা। মাঠে এখন আড়াইশো টাকা বস্তা দরে আলু বিক্রি হচ্ছে। এক বস্তায় পঞ্চাশ কেজি আলু ধরে। অর্থাৎ চাষিরা এখন কেজি প্রতি পাঁচ টাকা দাম পাচ্ছেন। চাষের খরচ মিটিয়ে তাদের তাতে লোকসানই হচ্ছে। সরকার আলু কেনা শুরু করলে দাম বাড়বে বলে মনে করছেন কৃষকরা।
শরদিন্দু ঘোষনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bardhaman news, Potato, Potato Price Hike