প্রত্যক্ষদর্শীরা জানান, দুজন বাইক আরোহী বনগাঁ টাউন হল মোড় এলাকার দিক থেকে বনগাঁ মতিগঞ্জ মোড় এর দিকে যাচ্ছিলেন। ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা একটি লরি হঠাৎ বাইকের মুখোমুখি ধাক্কা মারে। ঘটনাস্থলেই ছিটকে পড়েন বাইক আরোহীরা। পুলিশকে খবর দেওয়া হলে তারা দ্রুত এসে ওই দুই আহত যুবককে হাসপাতালে নিয়ে যায়।
advertisement
আরও পড়ুন – হাজার-হাজার পাখির মৃতদেহ! ছাল, রঙিন পাখা চলে যাচ্ছিল বেলজিয়ামে
তাদের মধ্যে সুমন বসাক শিমুলতলা এলাকার বাসিন্দা সুমন বসাককে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অপর আহত যুবক দেবব্রত চৌধুরীও শিমুলতলা এলাকার বাসিন্দা। তাকে আশঙ্কা জনক অবস্থায় প্রথমে হাসপাতালে ভর্তি করা হলেও, পরবর্তীতে কলকাতায় স্থানান্তরিত করা হয়।
আরও পড়ুন – Cyclone Alert নিয়ে ভাবছেন তার আগে IMD-র Yellow Alert, নাজেহাল হবে দক্ষিণবঙ্গবাসী
দুর্ঘটনার খবর পেই ঘটনাস্থলে ছুটে আসেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ। তিনি জানান, যে মারা গিয়েছে তার পরিবারের যাতে আগামীতে কোন সমস্যার সম্মুখীন না হয় সেই বিষয়টি দেখা হবে। আর্থিক সহায়তা করার ব্যবস্থা করছি এবং যে গুরুতর আহত তাকে আমরা কলকাতা স্থানান্তরিত করার জন্য যা যা প্রয়োজন সব কিছু করে দিচ্ছি। এছাড়াও পুলিশ প্রশাসনকে বলব, রাতের বেলা একটু কড়া নজরদারি চালাতে এবং যেই লরি গুলি বাংলাদেশের উদ্দেশ্যে যাচ্ছে তাদেরকে একটি লাইন করে যেন গাড়িগুলি ছাড়া হয়। পাশাপাশি, অনিয়ন্ত্রিত যে বাইকগুলি রাতের বেলা চলছে তাদেরকে ধরার ব্যবস্থা করতেও পুলিশ প্রশাসনকে অনুরোধ জানান পৌরপ্রধান।
Rudra Narayan Roy






