দেগঙ্গা থানার কুমরুলী এলাকায় এদিন ঘটনাটি ঘটে। আক্রান্ত সেলিমা খাতুনের দাবি, প্রায় দিন সকালে তাঁর বাড়ির পিছনে মদের আসর বসে। বৃহস্পতিবার সকালেও একই জিনিস হয়। তবে এদিন মদের আসর বসলে সেলিমা প্রতিবাদ করেন বলে দাবি। সেই সময়ই তাঁর উপর চড়াও হন অভিযুক্তরা।
আরও পড়ুনঃ হাওড়ার রাস্তায় বিপদের আশঙ্কা! ভয় বাড়ছে চালক থেকে পথচারীদের, কী হল জানুন
advertisement
অভিযোগ, প্রতিবাদ করতেই সেলিমাকে ধরে টানাহ্যাঁচড়া শুরু হয়। মদের বোতল দিয়ে এই গৃহবধূর মাথায় সজোরে আঘাত করা হয়। এর ফলে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। এরপর পেটের ভিতর ভাঙা বোতল ঢোকানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ।
সেলিমাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। চিকিৎসার জন্য তাঁকে নিয়ে বিশ্বনাথপুর গ্ৰামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। এই গৃহবধূর মাথায় ৯টি সেলাই পড়েছে। এরপর জরুরি চিকিৎসার জন্য তাঁকে বারাসত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই দেগঙ্গা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
