Drama Festival: বসিরহাটবাসীর জন্য সুখবর! বড়দিন-নববর্ষের আগে শুরু হল অন্যরকম এক উৎসব, ৭ দিন ধরে চলবে
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Drama Festival: এই এক সপ্তাহব্যাপী নাট্য উৎসব শুধু শহরেই সীমাবদ্ধ নয়, বরং গ্রাম ও শহরের নাট্যধারাকে একসূত্রে গেঁথে গোটা জেলার নাট্যচর্চাকে এক মঞ্চে তুলে ধরাই এই উৎসবের মূল উদ্দেশ্য।
advertisement
1/6

বসিরহাটের সাংস্কৃতিক জীবনে নতুন করে প্রাণের সঞ্চার ঘটাল বসিরহাট মহকুমা নাট্য উৎসব ২০২৫। শহরের ঐতিহ্যবাহী রবীন্দ্রভবনে জাঁকজমকপূর্ণ পরিবেশে এই নাট্য উৎসবের শুভ সূচনা হতেই নাট্যপ্রেমী মানুষের ভিড়ে মুখরিত হয়ে ওঠে গোটা প্রাঙ্গণ। প্রথম দিন থেকেই নাটকের আবেশে মেতে ওঠে বসিরহাট। (ছবি ও তথ্যঃ জুলফিকার মোল্যা)
advertisement
2/6
পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির সদস্যা অর্পিতা ঘোষ আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনী মঞ্চ থেকে তিনি বলেন, নাটক শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, বরং সমাজের বাস্তব চিত্র তুলে ধরার শক্তিশালী ভাষা। এই ধরনের মহকুমাস্তরের নাট্য উৎসব নতুন প্রজন্মকে থিয়েটারের সঙ্গে যুক্ত করতে এবং নাট্যচর্চাকে আরও বিস্তৃত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
advertisement
3/6
বসিরহাট পৌরসভার সৌজন্যে এবং উত্তর ২৪ পরগণা জেলা আরটিএ সদস্য সুরজিৎ মিত্র বাদলের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই এক সপ্তাহব্যাপী নাট্য উৎসব শুধু শহরেই সীমাবদ্ধ নয়, বরং গ্রাম ও শহরের নাট্যধারাকে একসূত্রে গেঁথে গোটা জেলার নাট্যচর্চাকে এক মঞ্চে তুলে ধরাই এই উৎসবের মূল উদ্দেশ্য।
advertisement
4/6
সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল ন্যাজাট, কালিনগর ও হাড়োয়া থেকে শুরু করে সীমান্তবর্তী স্বরূপনগর ও কাটিয়াহাট, পাশাপাশি বসিরহাট, টাকি ও বাদুড়িয়া, জেলার নানা প্রান্ত থেকে মোট ২০টি নাট্য দল এই উৎসবে অংশ নিয়েছে। ফলে গ্রামবাংলার লোকজ ভাবনা ও শহুরে নাট্যরীতির এক অনন্য মিলনক্ষেত্রে পরিণত হয়েছে রবীন্দ্রভবন।
advertisement
5/6
এই নাট্য উৎসবে আয়োজকদের তরফে জানানো হয়েছে, বসিরহাটকে রাজ্যের সাংস্কৃতিক মানচিত্রে আরও উজ্জ্বল করে তুলতেই ভবিষ্যতেও এই ধরনের সাংস্কৃতিক উদ্যোগ ধারাবাহিকভাবে নেওয়া হবে। প্রতিদিন সন্ধ্যায় দর্শকদের উপচে পড়া ভিড় উৎসবের সাফল্যের কথাই বলছে।
advertisement
6/6
উৎসবের অন্যতম বড় আকর্ষণ হিসেবে বিশেষ নজর কেড়েছে নৈহাটি ব্রাত্যজনের প্রযোজনা ‘আনন্দ’। এই নাটকে অভিনয় করেছেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। রাজনীতির ব্যস্ততার মাঝেও তাঁর মঞ্চে উপস্থিতি দর্শকদের কৌতূহল ও আগ্রহ বহুগুণ বাড়িয়ে দেয়। শক্তিশালী অভিনয়, ভাবনার গভীরতা ও নান্দনিক মঞ্চসজ্জার মধ্য দিয়ে নাটকটি দর্শকমনে গভীর ছাপ রেখে গেছে। সব মিলিয়ে, বসিরহাট মহকুমা নাট্য উৎসব ২০২৫ বসিরহাটের নাট্যকর্মীদের মিলনমেলা হয়ে উঠেছে, যা শহরের সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন মাত্রা দিচ্ছে। (ছবি ও তথ্যঃ জুলফিকার মোল্যা)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Drama Festival: বসিরহাটবাসীর জন্য সুখবর! বড়দিন-নববর্ষের আগে শুরু হল অন্যরকম এক উৎসব, ৭ দিন ধরে চলবে