TRENDING:

North 24 Parganas News: পিছিয়ে নেই এই জেলাও, বড় শহরদের টক্কর দিয়ে নিলাম হল ফুটবলারদের

Last Updated:

আইপিএলের আদলে তৈরি হয়েছে GBC কাপ ২০২৩ অর্থাৎ ঘোড়ারাস বান্ধব ক্লাব কাপ ২০২৩। সম্পূর্ণভাবে আইপিএলের আদলে গড়ে উঠেছে। কোনও বড় মহানগর বা কোনও বড় পৌরশহরে নয়, উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট ২ নম্বর ব্লকের ঘোড়ারাসে খেলার নিলাম বসলো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট: আইপিএলেরআদলে এলাকার ফুটবলারদের নিলাম বসিরহাটে। ঠিক যেন আইপিএল এর নিলাম অনুষ্ঠান! কুপন বক্স থেকে খেলোয়ারদের নাম তুলে বিট দেওয়া হচ্ছে, একইভাবে টেবিলে বসা বিভিন্ন দলের মালিকদের খেলোয়াড়কে ব্যাট উচিয়ে নিজেদের দলে টানার তীব্র প্রতিযোগিতা।
advertisement

আইপিএলের আদলে তৈরি হয়েছে GBC কাপ ২০২৩ অর্থাৎ ঘোড়ারাস বান্ধব ক্লাব কাপ ২০২৩। সম্পূর্ণভাবে আইপিএলের আদলে গড়ে উঠেছে। কোনও বড় মহানগর বা কোনও বড় পৌরশহরে নয়, উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট ২ নম্বর ব্লকের ঘোড়ারাসে খেলার নিলাম বসলো।

আরও পড়ুন –  Ahmedabad Weather Update: আজকেও কি আবহাওয়ার তুলকালাম, আইপিএল ফাইনালের ওয়েদার আপডেট

advertisement

আইপিএলের আদলে ফুটবল খেলার জন্য খেলোয়াড়দের কেনার নিলাম অনুষ্ঠানে এলাকার আটটি ফ্রাঞ্চাইজিও ও প্রতিটি দলের জন্য আলাদা আলাদা গোলটেবিল প্রস্তুত। ক্লাব কর্তৃপক্ষের একজন একটি বক্স থেকে খেলোয়াড় লিস্টের কুপন থেকে কুপন বার করে খেলোয়াড়ের নামে বিট দিচ্ছেন।

View More

আরও পড়ুন –  Weather Alert: বেলা বাড়লেই আবহাওয়ার তুমুল তোলপাড়, হুহু হাওয়া-বৃষ্টিতে উথালপাথাল,

advertisement

গোল টেবিলে বসে আটটি ফ্রাঞ্চাইজির মধ্যে চলছে খেলোয়াড় কেনার তীব্র প্রতিযোগিতা। নিলামের জন্য প্রত্যেক দলকে ৩০০০ টাকা করে বরাদ্ধ রাখা হয়। নিলামে প্রতিটি দলকে নিতে হয় মোট ১২ জন খেলোয়াড়কে। এবং অন্তর্ভুক্ত প্রতিটি খেলওয়াড়ের বেস প্রাইস ৫০ টাকা থেকে শুরু।

উল্লেখ্য, আটটি দলের সমন্বয়ে শুরু হবে এসএমপিএল-২০২২ এর এবারের আসর। এই আটটি দলকে দুই গ্রুপে ভাগ করা হবে। প্রত্যেক দল তাদের গ্রুপের সবার সঙ্গে দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী দুটি করে দল সেমিফাইনালে অংশ নেওয়ার সুযোগ পাবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Julfikar Molla

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: পিছিয়ে নেই এই জেলাও, বড় শহরদের টক্কর দিয়ে নিলাম হল ফুটবলারদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল