Ahmedabad Weather Update: আজকেও কি আবহাওয়ার তুলকালাম, আইপিএল ফাইনালের ওয়েদার আপডেট

Last Updated:
এদিন এই ধরণের আবহাওয়ার পূর্বাভাস থাকলেও চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটান্স ম্যাচ পুরো হওয়ার সম্ভাবনা উজ্জ্বল৷
1/7
আহমেদাবাদ: গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস ফাইনাল রবিবার অত্যধিক বৃষ্টির কারণে আইপিএলের ফাইনাল খেলাই সম্ভব হয়নি৷ ফলে এখন রিজার্ভ ডে ঘিরে সকলের চোখ আটকে৷
আহমেদাবাদ: গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস ফাইনাল রবিবার অত্যধিক বৃষ্টির কারণে আইপিএলের ফাইনাল খেলাই সম্ভব হয়নি৷ ফলে এখন রিজার্ভ ডে ঘিরে সকলের চোখ আটকে৷
advertisement
2/7
আহমেদাবাদের স্থানীয় আবহাওয়া দফতরের ওয়েদার আপডেট অনুযায়ী সোমবারও আবহাওয়া মূলত মেঘলা আকাশ৷ ম্যাচ সাড়ে সাতটার আগে আবহাওয়া থাকবে এই ধরণেরই৷
আহমেদাবাদের স্থানীয় আবহাওয়া দফতরের ওয়েদার আপডেট অনুযায়ী সোমবারও আবহাওয়া মূলত মেঘলা আকাশ৷ ম্যাচ সাড়ে সাতটার আগে আবহাওয়া থাকবে এই ধরণেরই৷
advertisement
3/7
২৯ মে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ি হালকা বৃষ্টি দিনের বিভিন্ন সময়ে৷ তাছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ আইএমডি-র ওয়েদার আপডেট অনুযায়ি প্রধানত মেঘলা আকাশ৷ হালকা থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ধুলোর ঝড় হবে৷
২৯ মে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ি হালকা বৃষ্টি দিনের বিভিন্ন সময়ে৷ তাছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ আইএমডি-র ওয়েদার আপডেট অনুযায়ি প্রধানত মেঘলা আকাশ৷ হালকা থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ধুলোর ঝড় হবে৷
advertisement
4/7
এদিন এই ধরণের আবহাওয়ার পূর্বাভাস থাকলেও চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটান্স ম্যাচ পুরো হওয়ার সম্ভাবনা উজ্জ্বল৷
এদিন এই ধরণের আবহাওয়ার পূর্বাভাস থাকলেও চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটান্স ম্যাচ পুরো হওয়ার সম্ভাবনা উজ্জ্বল৷
advertisement
5/7
এদিনের মূলত বৃষ্টির দাপট থাকবে বানসাকান্থা, সাবারকান্থা, পাঁচমহল, দাহোদে হবে বৃষ্টি৷ সৌরাষ্ট্রের রাজকোট, আমরেলি, ভাবনগর৷ গুজরাত অঞ্চলে সৌরাষ্ট্র ও কচ্ছ শুকনো থাকার সম্ভাবনা আছে৷
এদিনের মূলত বৃষ্টির দাপট থাকবে বানসাকান্থা, সাবারকান্থা, পাঁচমহল, দাহোদে হবে বৃষ্টি৷ সৌরাষ্ট্রের রাজকোট, আমরেলি, ভাবনগর৷ গুজরাত অঞ্চলে সৌরাষ্ট্র ও কচ্ছ শুকনো থাকার সম্ভাবনা আছে৷
advertisement
6/7
এদিকে ফ্যানরা একদিন আগে থেকেই এখানে জমায়েত হয়েছে৷ তারা ১৩২ ,০০০ বিপুল দর্শক সেখানে বসবে৷ চেন্নাই সুপার কিংস নিজেদের রেকর্ড সংখ্যক আইপিএল ট্রফি জিতে পঞ্চম ট্রফি ঘরে তুলবে৷ এখনও অবধি মুম্বইয়ের রেকর্ড পাঁচবার ট্রফি রয়েছে৷ আজ জিতলে ধোনির দল এর সমান হবে৷ চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ২৫০তম আইপিএল ম্যাচ খেলবে৷
এদিকে ফ্যানরা একদিন আগে থেকেই এখানে জমায়েত হয়েছে৷ তারা ১৩২ ,০০০ বিপুল দর্শক সেখানে বসবে৷ চেন্নাই সুপার কিংস নিজেদের রেকর্ড সংখ্যক আইপিএল ট্রফি জিতে পঞ্চম ট্রফি ঘরে তুলবে৷ এখনও অবধি মুম্বইয়ের রেকর্ড পাঁচবার ট্রফি রয়েছে৷ আজ জিতলে ধোনির দল এর সমান হবে৷ চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ২৫০তম আইপিএল ম্যাচ খেলবে৷
advertisement
7/7
 এদিকে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স এদিন মাঠে নামবে নিজেদের আইপিএল খেতাব ধরে রাখার লক্ষ্যে৷
 এদিকে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স এদিন মাঠে নামবে নিজেদের আইপিএল খেতাব ধরে রাখার লক্ষ্যে৷
advertisement
advertisement
advertisement