শাসনের মাটি বিভিন্ন সময় রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল বাম জমানায়৷ পালাবদলের পর নতুন সরকার আসে৷ তৃণমূল কংগ্রেস আসার পর বেশ কয়েক বছর রাজনৈতিক কোনও গন্ডগোল না থাকলেও মোটামুটি ভাবে শান্ত বলা যায় শাসন৷ এবার পঞ্চায়েত নির্বাচনের আগেই সেই শাসনেই কালভার্টের নিচে থেকে উদ্ধার হল বোমা। কারা কোন উদ্দেশ্যে বোমা গুলি মজুদ করেছিল তা তদন্ত করে দেখছে শাসন থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন-সিসিটিভি ক্যামেরা খারাপ হতেই জয়নগরে পরপর বাইক, সাইকেল চুরি
আরও পড়ুন-বাচিক শিল্পও হয়ে উঠতে পারে পেশা, কথার জাল বুনে নজির গড়ল আলোর বৃত্ত
স্থানীয় মানুষ আজ সকালে গরু চরাতে গিয়ে দেখতে পায় ব্যাগটি৷ কিছু একটা রয়েছে ব্যাগে, তা ভেবেই খবর দেয় পুলিশকে৷ কী কারণে দুষ্কৃতীরা এখানে বোমা মজুদ করেছিল তা এখনও স্পষ্ট নয়৷ যে উদ্দেশ্যে এই দুষ্কৃতীরা বোমা মজুদ করেছিল তা তদন্ত করলেই জানা যাবে। রাজনৈতিক কারণে জমা করেছিল না অন্য কোনও উদ্দেশ্য ছিল দুষ্কীতিদের, তার তদন্ত চলছে।
জিয়াউল আলম