হাবরা থানার কুমড়া গ্রাম পঞ্চায়েতের টুনিঘাটা এলাকায় রয়েছে টুনিঘাটা আদর্শ বিদ্যাপীঠ স্কুল। প্রতিদিনের মতো এদিনও কচিকাঁচারা এসেছিলেন স্কুলে। চলছিল ক্লাস। এলাকায় বেশ কয়েক দিন ধরেই সাপের উপদ্রব বেড়েছে বলে জানান স্থানীয়রা। গত রাতে ফণাতোলা বিষধর এক সাপকে স্কুল চত্বরে ঢুকতে দেখেন এলাকারই এক মহিলা। এরপর থেকেই বিপদের আশঙ্কায় নতুন করে আতঙ্ক তৈরি হয়।
advertisement
আরও পড়ুন: শনিবার হাতে টাকা আসবে? না জলের মতো খরচ হবে? রাশি মিলিয়ে জানুন
এদিন দুপুরে স্কুল চলাকালীন আবারও দেখা যায় বিষধর ওই সাপটিকে। স্কুল চত্বরে বিষধর সাপের দেখা মেলায় তৈরি হয় চরম উত্তেজনা। যে কোনও মুহূর্তে স্কুল ছাত্রদের আক্রমণ করতে পারে সেই ভয়ে এলাকাবাসীরা চিৎকার চেঁচামেচি করলেও কেউ ভয়ে এগিয়ে আসার সাহস দেখাননি। অবশেষে শিশুদের প্রাণ বাঁচাতে ভিড়ের মধ্যে থেকেই এগিয়ে আসেন অমল বিশ্বাস। দেখেন স্কুল গেটের পাশেই নালার মধ্যে থেকে মুখ বার করছে বিষধর সাপ। কী করবেন ভেবে না পেয়ে প্রাণের ঝুঁকি নিয়েই তড়িঘড়ি ইট দিয়ে নালার মুখ আটকে রাখেন।
আরও পড়ুন: মোবাইল নম্বরে সংখ্যা ৮ রয়েছে? কত বার গুণেছেন? এর প্রভাব জীবনে কেমন পড়ে জানলে অবাক হবেন!
এরপরই এলাকাবাসীদের তরফ থেকে খবর দেওয়া হয় বন দফতরে। স্কুলের কচিকাঁচাদের ক্লাসে একপ্রকার বন্দি করে রাখা হয় বিপদ এড়াতে। এরপরই আসেন বন দফতরের আধিকারিকরা। দীর্ঘ প্রচেষ্টার পর, উদ্ধার হয় প্রায় আট ফুট লম্বা বিষধর পদ্ম গোখরো সাপ। সব উদ্ধার হলেও এখনও কাটেনি আতঙ্ক। এলাকায় আরো এ ধরনের বিষধর সাপ থাকতে পারে এমনটা অনুমান করা হচ্ছে। ফলে অবিলম্বে স্কুল চত্বর পরিষ্কার করে ব্লিচিং পাউডার ছড়ানোর দাবি জানাচ্ছেন স্থানীয়রা। স্কুল শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি, অমল বিশ্বাসের সাহসিকতাকে কুর্নিশ জানাচ্ছেন এলাকা বাসীরা।
রুদ্র নারায়ণ রায়