মোবাইল নম্বরে সংখ্যা ৮ রয়েছে? কত বার গুণেছেন? এর প্রভাব জীবনে কেমন পড়ে জানলে অবাক হবেন!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
৮ সংখ্যাটি বোঝায় যদি কেউ কঠোর পরিশ্রম করে, নিজের উপর বিশ্বাস রাখে এবং সুপরিকল্পিত উপায়ে কাজ করেন, তা-হলে তিনি সফল হবেনই।
#কলকাতা: সংখ্যাতত্ত্ব অনুযায়ী, ৮ কর্মজীবন, অর্থ এবং জ্ঞানের সংখ্যা। সফল হতে চাইলে মোবাইল নম্বরে ৮ সংখ্যাটি রাখতেই হবে। এটা কঠোর পরিশ্রম, ধ্বংস, পুনর্জন্ম এবং পুনর্গঠনের ইঙ্গিত দেয়। ৮ সংখ্যাটি বোঝায় যদি কেউ কঠোর পরিশ্রম করে, নিজের উপর বিশ্বাস রাখে এবং সুপরিকল্পিত উপায়ে কাজ করেন, তা-হলে তিনি সফল হবেনই। ইতিবাচক এবং নেতিবাচক কোনও কিছুই নজর এড়ায় না। নিজের ক্ষমতার উপর এঁদের পূর্ণ আস্থা রয়েছে।
মোবাইল নম্বরে সংখ্যা ৮ যদি এক বারই উপস্থিত থাকে:
মোবাইল নম্বরে ৮ সংখ্যাটা এক বার থাকলে সেই ব্যক্তি অর্থ ব্যবস্থাপনায় সাধারণত দক্ষ হন। বুদ্ধিমত্তার সঙ্গে ব্যয় করেন। সম্পূর্ণ পরিকল্পনা করে তবেই কাজে নামেন। অন্য ব্যক্তির উপর আস্থা না-থাকলে আর্থিক সংক্রান্ত লেনদেনে তেমন জড়ান না।
advertisement
মোবাইল নম্বরে সংখ্যা ৮ যদি দুই বার উপস্থিত থাকে:
মোবাইল নম্বরে ৮ সংখ্যা দুবার থাকলে সেই ব্যক্তি অল্পেই মেজাজ হারান। রাগ নিয়ন্ত্রণে রাখতে পারেন না। সাধারণত একগুঁয়ে স্বভাবের হন। এঁদেরকে দিয়ে কাজ করানো মুশকিল। তবে ভাল দিক হল এই যে, নিজের ভুল থেকে শিখতে পারেন। কিন্তু কাউকেই বিশ্বাস করেন না। এক বার সিদ্ধান্ত নিয়ে ফেললে তা আর বদলায় না।
advertisement
মোবাইল নম্বরে সংখ্যা ৮ যদি তিন বার উপস্থিত থাকে:
৮ সংখ্যাটি মোবাইল নম্বরে তিন বার থাকলে সেই ব্যক্তির জীবনের শুরুর বছরগুলো দুর্দশায় কাটে। এই ধরনের ব্যক্তিরা মূলত জড়বাদী। ৪০ বছর বয়সের পরে এঁদের জীবনে পরিবর্তন আসে। সুখ, সম্পদ লাভ হয়। কিন্তু রাগ আর লোভের কারণে অপ্রকৃতিস্থ আচরণ করেন।
advertisement
মোবাইল নম্বরে সংখ্যা ৮ যদি চার বার অথবা বেশি বার উপস্থিত থাকে:
এই ধরনের ব্যক্তিদের অস্থির মস্তিষ্ক। সারা ক্ষণ চাপে থাকেন। যে দিকে সম্পদ লাভ হবে, এঁরা সেই দিকেই যান। খুবই অহংকারী প্রকৃতির হন। খ্যাতির থেকে বরং কুখ্যাতিই বেশি হয় এই ধরনের মোবাইল নম্বরধারী ব্যক্তিদের।
advertisement
মোবাইল নম্বরে সংখ্যা ৮ যদি এক বারও উপস্থিত না-থাকে:
মোবাইল নম্বরে ৮ সংখ্যাটা এক বারও না-থাকলে আর্থিক নিরাপত্তাহীনতা বোঝায়। এই ধরনের ব্যক্তি অন্যের কাছে সব কিছু হারাতে পারেন। অপ্রয়োজনীয় জিনিসে ব্যয় করেন। অর্থও এঁদের কাছে বেশি দিন থাকে না। সব সময়ই টানাটানি চলে। অর্থ এবং জ্ঞানের জন্য এঁরা সর্বদা অন্যের উপর নির্ভরশীল।
advertisement
মোবাইল নম্বরের যোগফল যদি ৮ হয়:
এই ধরনের ব্যক্তিরা কঠোর পরিশ্রম করতে পারেন। এঁরা শিক্ষিত। অ্যাকাডেমিক দুনিয়ায় নাম করেন। কিন্তু সহজেই কাউকে বিশ্বাস করতে পারেন না। আর্থিক ব্যবস্থাপনায় এঁরা অত্যন্ত দক্ষ। তবে অতিরিক্ত পরিশ্রমের কারণে স্বাস্থ্যহানির সম্ভাবনা থাকে।
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 02, 2022 10:16 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
মোবাইল নম্বরে সংখ্যা ৮ রয়েছে? কত বার গুণেছেন? এর প্রভাব জীবনে কেমন পড়ে জানলে অবাক হবেন!