West Burdwan News: বিয়ের মরশুমে রেস্তোরাঁয় চমক 'আইবুড়ো ভাত' থালি, মাটন-চিকেন-ইলিশ-আলু পোস্ত কিছু বাদ নেই!

Last Updated:

কয়েক ঘণ্টার জন্য স্বাদ উপভোগ করতে পারবেন 'আইবুড়ো' জীবনের। খাঁটি বাঙালি স্বাদের মধ্যে দিয়ে কব্জি ডুবিয়ে খেতে পারবেন আইবুড়ো ভাত থালি।

+
আইবুড়ো ভাত

'আইবুড়ো ভাত' থালি

#দুর্গাপুর: বিয়ে করা উচিত, না কি উচিত নয়-- তা নিয়ে বিতর্ক চলতেই থাকবে। তবে এসবের মধ্যে যদি এক টুকরো 'আইবুড়ো' জীবন ফেরত পাওয়া যায়, তাহলে সেই সুযোগ নিশ্চয়ই কেউ মিস করতে চাইবেন না। তেমনি সুযোগ নিয়ে হাজির হয়েছে দুর্গাপুরের একটি রেস্তোরাঁ। যেখানে আপনি কয়েক ঘণ্টার জন্য স্বাদ উপভোগ করতে পারবেন 'আইবুড়ো' জীবনের।
খাঁটি বাঙালি স্বাদের মধ্যে দিয়ে কব্জি ডুবিয়ে খেতে পারবেন আইবুড়ো ভাত থালি। মাটন, চিকেন, ইলিশ, আলু পোস্ত-- সবই রয়েছে সেই থালিতে। আর এই আইবুড়ো ভাত থালির স্বাদের দরজা খোলা বিবাহিত, অবিবাহিত সকলের জন্যই। তা ছাড়াও অন্নপ্রাশন, অ্যানিভার্সারি-সহ বিভিন্ন বিশেষ দিনে এই থালি দিনটিকে আরও জমিয়ে দেবে। রেস্তোরাঁ কর্তৃপক্ষ থেকে এই থালির পোশাকি নাম দেওয়া হয়েছে মহারাজা থালি।
advertisement
আরও পড়ুন: মুকুটে নতুন পালক! হাজারদুয়ারি প্যালেসে বসল জি-২০ প্রেসিডেন্সি লোগো
দুর্গাপুর স্টেশন সংলগ্ন সগরভাঙ্গার কাছে রয়েছে এই রেস্তোরাঁ। যেখানে ১২০০ টাকার মূল্য দিয়ে আপনারা এই মহারাজা খালি নিতে পারবেন। জাতীয় সড়কের মুচিপাড়া থেকে স্বল্প দূরত্বে এই রেস্তোরাঁর অবস্থান। খাঁটি বাঙালিয়ানাকে বজায় রাখতে মহারাজা থালি পরিবেশন করা হয় কাঁসার থালা, বাটিতে। মেনুতে রয়েছে পাঁচ রকম ভাজা, ভাত, বাসন্তী পোলাও, আলু পোস্ত-সহ তিন রকমের সবজি, ডাল, চাটনি, পাঁপড় ভাজা, বিভিন্ন রকম মিষ্টি, দই ইত্যাদি।
advertisement
advertisement
আরও পড়ুন: যেন হুবহু বেলুড় মঠ, পাঁচলার নতুন মন্দির ঘিরে ভক্তদের উচ্ছ্বাস
মাটন, চিকেন, ইলিশ তো থাকছেই। এই মহারাজা থালি অনায়াসে দু'জনের পেট ভরিয়ে দিতে পারে। ফলে আপনিও যদি এই মহারাজা থালির স্বাদ উপভোগ করতে চান, তাহলে আসতে হবে দুর্গাপুরে। নানা রকম খাদ্যের সম্ভার নিয়ে এই ধরনের থালি বিভিন্ন জায়গাতেই বহুলভাবে প্রচলিত হয়েছে। স্বাভাবিক ভাবেই দুর্গাপুর এই একই ধরনের থালি চালু হওয়ায়, তা শহরের খাদ্যরসিকদের কাছে স্বাদ স্বর্গের সুলুক সন্ধানও বটে। তাই যদি বিবাহিত হয়েও 'আইবুড়ো' ভাত খেতে চান, বা কব্জি ডুবিয়ে রসনা তৃপ্তি চান, তাহলে একবার খেয়ে দেখতে পারেন এই মহারাজা খালি।
advertisement
নয়ন ঘোষ
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News: বিয়ের মরশুমে রেস্তোরাঁয় চমক 'আইবুড়ো ভাত' থালি, মাটন-চিকেন-ইলিশ-আলু পোস্ত কিছু বাদ নেই!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement