বনগাঁ ব্লকের গাঁড়াপোতা গ্রাম পঞ্চায়েতের মনিগ্রাম থেকে সভাইপুর পর্যন্ত সাড়ে ৫ কিলোমিটার রাস্তা তৈরি করা হচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ, খুবই নিম্নমানের সামগ্রী দিয়ে এই রাস্তা তৈরি করা হচ্ছে। যার ফলে তৈরি হওয়ার দুদিনের মধ্যেই বেহাল হয়ে পরেছে রাস্তা।গ্রামriবাসীদের আরও অভিযোগ, এই রাস্তার পুরোটাই নতুন করে তৈরি করার কথা থাকলেও, ঠিকাদার সেই কাজ না করে রাস্তার যে অংশ গুলি খারাপ হয়ে পরেছে, সেই অংশ টুকুই মেরামত করছে। তাও আবার নিম্নমানের সামগ্রী দিয়ে।
advertisement
যার ফলে হাত দিয়ে সামান্য টান দিলেই রাস্তা থেকে চাঙড় উঠে আসছে। তাই নিম্নমানের রাস্তা তৈরির প্রতিবাদ জানিয়ে গ্রামবাসীরা রাস্তা তৈরির কাজ বন্ধ করে দেন। তাঁদের দাবি, সঠিক সামগ্রী দিয়ে নতুন করে গোটা রাস্তা তৈরি করতে হবে। না হলে রাস্তা তৈরির কাজ বন্ধ থাকবে।
আরও পড়ুন: ত্বকে বয়সের ছাপ! গরমে অস্থির! তাহলে এক ঢোক নীল চাতেই মুক্তি!
এ ব্যপারে স্থানীয় পঞ্চায়েত, বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও গ্রামবাসীরা জানিয়েছেন। দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে থাকা এই রাস্তা সংস্কারের কাজ করা হলেও কেন এমন নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছে রাস্তা তা নিয়েই এখন স্থানীয় প্রশাসনের দিকে আঙ্গুল তুলছেন বাসিন্দারা।
রুদ্র নারায়ণ রায়