Aparajita Tea: ত্বকে বয়সের ছাপ! গরমে অস্থির! তাহলে এক ঢোক নীল চাতেই মুক্তি!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
Aparajita Tea: গরমে এক ঢোক পান করলেই মিলবে তৃপ্তি, শরীর থাকবে ফিট!
উত্তর ২৪ পরগনা: তাপমাত্রার পারদ বাড়তেই আবারও রাজ্যে অস্বস্তিকর পরিস্থিতি। শরীর থেকে ঘামের আকারে বেরিয়ে যাচ্ছে অতিরিক্ত জল। তাই এই পরিস্থিতিতে শরীরকে এনার্জেটিক রাখতে, পান করতেই পারেন এই বিশেষ হেলথ ড্রিংক। চায়ের আকারে প্রতিদিন এটি খেলে শরীরে মিলবে নানা উপকার বলছেন বিশেষজ্ঞরা। তাই অন্যান্য চায়ের পাশাপাশি বাজারে চাহিদা বাড়ছে অপরাজিতা ফুলের চায়ের। তবে, অন্যান্য চায়ের তুলনায় অপরাজিতা ফুলের চা এর ভেষজ গুণ অনেক অংশেই বেশি। এই চা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি রোদে জ্বলে, ঠান্ডাজনিত সমস্যা দূর করতেও সাহায্য করে। সারাদিন এর ক্লান্তি দুর করতে এক কাপ অপরাজিতা চা পান করে তাই নিজেকে বুস্ট করে নিতে পারেন আপনিও।
গাইঘাটার ফুল বাজারে তাই অপরাজিতা ফুলের চাহিদা দিন দিন তুঙ্গে উঠছে। অনেকেই এখন এই অপরাজিতা ফুলের চা খেয়ে তৃপ্তি পাচ্ছেন বলেও জানান। ভাবছেন কেন খাবেন এই চা! ওজন নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে এই নীল পানীয়। এন্টিঅক্সিডেন্ট এর গুনে ভরপুর অপরাজিতার চা শরীরে বয়সের ছাপ ফেলতে দেয় না।
advertisement
advertisement
এই চা নিয়মিত পান করলে শরীরে ক্ষতিকর সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। ডায়াবেটিস রোগীদের জন্য এই চা বিশেষ উপকারী। এই চা ত্বক ও চুলের যত্নে যেমন বিশেষ উপকারী, তেমনই ত্বকে বলিরেখা পড়তে দেয় না। হতাশা কাটানোর এক দারুণ ঔষধ হিসাবেও কাজ করে থাকে এই পানীয়। অপরাজিতার চা বমি ভাবও দুর করে থাকে।
advertisement
নিজেরা ফুল কিনে বাড়িতেও বানিয়ে নিতে পারবেন এই চা। কি ভাবে? অপরাজিতা ফুল গুলিকে প্রথমে ভালো করে রোদে শুকিয়ে একটি বোতলে ভরে রাখবেন। তারপর যখন চা তৈরি করবেন তখন গরম জলে কয়েকটি শুকনো ফুল দিয়ে ফুটিয়ে নিবেন। জল ফুটতে থাকলে নীল রঙের হয়ে উঠবে। ব্যাস, হয়ে গেল চা তৈরি। আপনি এবার চাইলে চা এ এলাচ লবঙ্গ লেবু দারুচিনি আদা দিয়ে সকাল বিকেল পান করতে পারেন এই অপরাজিতা ফুলের চা। বর্তমানে এই চায়ের চাহিদা বাড়ার কারণে অপরাজিতা ফুলেরও চাহিদা বেড়েছে অনেকটাই বলে জানালেন ঠাকুরনগর ফুলবাজারের বিক্রেতারা। আর এই কারণেই এখন শুধু পুজোর জন্যই নয়, জেলার থেকে ভিন রাজ্য এমনকি বিদেশেও পৌঁছে যাচ্ছে অপরাজিতা ফুল। এর ফলে লাভবান হচ্ছেন ফুল চাষিরাও।
advertisement
Rudra Narayan Roy
Location :
Kolkata,West Bengal
First Published :
May 31, 2023 4:39 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Aparajita Tea: ত্বকে বয়সের ছাপ! গরমে অস্থির! তাহলে এক ঢোক নীল চাতেই মুক্তি!