প্রাচীন দেড়শ দুইশ বছরের ঐতিহ্য হল পুতুল নাচ
বংশ পরম্পরায় এই নাচ দেখিয়ে আসছে সরসীর পরিবার
আগে দাদু পরে বাবা এখন পুতুল নাচে বেঁচে আছে নাতনী সরসী মণ্ডলের হাত ধরে
সাধারণত তিন-চার ধরনের পুতুল নাচ দেখা যেত গ্রাম বাংলায়
কখনও তারের পুতুল কখনও লাঠির পুতুল আবার কখনও ছায়া বা বেনি পুতুল
বেশিরভাগ ক্ষেত্রে লাঠি পুতুল দেখা মিলতো
লাঠি পুতুল লম্বা সরু লাঠির সাহায্যে নাচানো হয়
কোনও গল্প বা কাহিনী অবলম্বন করে পুতুল গুলি দর্শকদের সামনে বিভিন্ন চরিত্রে দেখানো হতো
আজও জেলা রাজ্য ও বিদেশের মাটিতে আজও এই পুতুল নাচকে বাঁচিয়ে রেখেছে সরসীর পরিবার
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন