উওর ২৪ পরগনা জেলার ঐতিহ্যবাহী আমডাঙ্গায় অবস্থিত করুনাময়ী মন্দিরে রাতের অন্ধকারে দশ মাস আগে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। আর সেই দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয় চরম উত্তেজনা। করা হয় পথ অবরোধও। এরপরেই বারাসাত জেলা পুলিশ নড়েচড়ে বসে। অবশেষে আমডাঙ্গা থানার পুলিশ পশ্চিম মেদিনীপুরের জঙ্গল থেকে চুরি যাওয়া মন্দিরের মায়ের সমস্ত সোনা রুপোর গয়না-সহ ৬ জনকে গ্রেফতার করে। তারপর থেকেই প্রায় দশ মাস ধরে চুরি যাওয়া মায়ের অলংকার পুলিশ হেফাজতে ছিল।
advertisement
আরও পড়ুনঃ নৈহাটির বড়মা-র বিসর্জনে ভক্তদের ঢল, এ বছরের প্রতিমা নিরঞ্জনের ভিডিও দেখুন
এ দিন আমডাঙ্গা থানায় সাংবাদিক বৈঠক করে করুনাময়ী মন্দির কমিটির হাতে তুলে দিলেন আইসি অঞ্জন কুমার দত্ত। উদ্ধার হওয়া সোনার পরিমান ৭২০ গ্রাম। বাজার মূল্য প্রায় ৩৫ লক্ষ টাকা ও উদ্ধার হওয়া রুপো ৩৭০ গ্রাম যার বর্তমান বাজার মূল্য প্রায় ২৮ লক্ষ টাকা। চুরি যাওয়া বিপুল পরিমাণ অলংকার উদ্ধারের ঘটনায় পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন মন্দির কমিটি।
আমডাঙ্গা থানায় সাংবাদিক বৈঠক সেরে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মন্দিরে গিয়ে কমিটির হাতে তুলে দেওয়া হয় মায়ের খোয়া যাওয়া সমস্ত অলঙ্কার। অলংকার গুলি শোধন করে তবেই মায়ের গায়ে পরানো হবে বলেই জানানো হয় মন্দির কমিটির পক্ষ থেকে।
রুদ্র নারায়ণ রায়





