তবে এ বার তৃণমূল স্তরে মানুষের কাছে পৌঁছে যাবেন একেবারে অরাজনৈতিক ব্যক্তিরা। 'দিদির দূত' হিসেবেই রক্ষাকবচ নিয়ে বাড়ি বাড়ি গিয়ে মোবাইলের মাধ্যমে বিশদে সমস্ত প্রকল্পের বিষয়টি তুলে ধরে মানুষকে বুঝিয়ে তাঁদের সমস্যার কথা জানাবে সরকারকে। দিদির এই 'রক্ষা কবজ' প্রকল্পের মধ্যে রয়েছে ১৫ মূল প্রকল্প। সে বিষয়ে মানুষকে জানিয়ে তাদের মতামত নিয়ে অ্যাপের মাধ্যমে তা পৌঁছে দেওয়া হবে সরকারের নজরে। ফলে দ্রুত হবে সমাধান।
advertisement
আরও পড়ুনঃ স্কুলেই রাত কাটান, মিড ডে মিল রাঁধুনিও থাকেন সঙ্গে! প্রধান শিক্ষকের পরকীয়ার অভিযোগে উত্তাল নামখানা
কোনও রাজনৈতিক ব্যক্তি অথবা পঞ্চায়েত সদস্য নন, অরাজনৈতিক ব্যক্তি তথা কোনও দল বিশেষে নয় সকল মানুষকে নিয়েই কাজ করতে পারবেন এমন ব্যক্তিদেরই বিশেষ ট্রেনিং দিয়ে এই দূত তৈরি করা হচ্ছে, জানিয়েছেন দত্তপুকুর দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মান্তু সাহা।
আরও পড়ুনঃ একের পর এক বিস্ফোরক নথি পেশ করল সিবিআই, ফের জেল হেফাজতে অনুব্রত
আর সেই জন্য এসে পৌঁছেছে বিশেষ কিট। তাতে রয়েছে দিদির রক্ষা কবজের ব্যাচ, রিস্ট ব্যান্ড, প্রকল্প বিষয়ে নির্দেশিকা, অ্যাপের মাধ্যমে কীভাবে কাজ করতে হবে তাও বলা রয়েছে কিটে। যা ইতিমধ্যেই তুলে দেওয়া হচ্ছে বিভিন্ন এলাকার অরাজনৈতিক 'দিদির দূত'দের হাতে। দলমত নির্বিশেষে সকল মানুষের কাছে গিয়ে তাঁদের সমস্যার কথা জেনে তা অ্যাপের মাধ্যমে তুলে ধরাই হবে এদের কাজ।
জেলার বিভিন্ন পঞ্চায়েত এলাকায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কাজ। অনেকেই বলছেন, এ বার দুয়ারে দিদির রক্ষা কবজ পৌঁছচ্ছে। পৌঁছে দেবেন দিদির এই বিশেষ দূতরাই। সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার আগে তৃণমূল স্তরে মানুষের পাশে থেকে আশ্বস্ত করার লক্ষ্যমাত্রা নিয়েই এই প্রকল্প বাস্তবায়নের পথে শাসক শিবির, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল।
Rudra Narayan Roy