Namkhana School Chaos|| স্কুলেই রাত কাটান, মিড ডে মিল রাঁধুনিও থাকেন সঙ্গে! প্রধান শিক্ষকের পরকীয়ার অভিযোগে উত্তাল নামখানা
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Namkhana School Chaos: নামখানায় স্কুলের রাঁধুনির সঙ্গে পরকীয়ার অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনার পর স্কুলের প্রধান শিক্ষকের অপসারণের বিরুদ্ধে সরব গ্রামবাসীরা।
নামখানা: নামখানায় স্কুলের রাঁধুনির সঙ্গে পরকীয়ার অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনার পর স্কুলের প্রধান শিক্ষকের অপসারণের বিরুদ্ধে সরব গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, অভিযুক্ত প্রধান শিক্ষক স্কুলেই রাত কাটান। শিক্ষক যেখানে জাতির মেরুদণ্ড, সেখানে ছোট ছোট শিশুদের সামনে কীভাবে এই ঘটনা ঘটাতে পারেন, তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন গ্রামবাসীরা।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রধান শিক্ষক সবুজ মণ্ডল। যদিও প্রধান শিক্ষকের সেই দাবি মানতে নারাজ গ্রামবাসীরা, তারা জানিয়েছেন দীর্ঘদিন ধরে রাঁধুনির সঙ্গে পরকীয়ায় লিপ্ত প্রধান শিক্ষক, স্কুলে শিশুদের পড়াশোনার কথা প্রায় ভুলে গিয়েছেন। রাতে কখনও স্কুলেই থেকে যান। দিনের অধিকাংশ সময় রাঁধুনি কাছে থাকে।
আরও পড়ুনঃ একের পর এক বিস্ফোরক নথি পেশ করল সিবিআই, ফের জেল হেফাজতে অনুব্রত
এ দিকে এই ঘটনার পর নামখানার নারায়নপুরের তিনের ঘেরির বিজয় মহেশ্বরী প্রাইমারি স্কুলের বাইরে ভিড় করেন স্থানীয়রা। খবর পেয়েই ঘটনাস্থলে যান স্কুল পরিদর্শক মৃণাল দাস। তাঁকে কাছে পেয়েই স্কুলের প্রধান শিক্ষককে বহিষ্কারের দাবি জানায় গ্রামবাসীরা। এদিকে স্কুলের প্রধান শিক্ষক সমস্ত দাবি উড়িয়ে দিয়েছেন।
advertisement
advertisement
এ নিয়ে স্কুল পরিদর্শক মৃণাল দাস জানান, অভিভাবকদের সঙ্গে বৈঠক হয়েছে। তাদের অভিযোগ শুনেছি। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
February 03, 2023 6:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Namkhana School Chaos|| স্কুলেই রাত কাটান, মিড ডে মিল রাঁধুনিও থাকেন সঙ্গে! প্রধান শিক্ষকের পরকীয়ার অভিযোগে উত্তাল নামখানা