TRENDING:

North 24 Parganas: নিম্নচাপে ভরাডুবির আশঙ্কায় সতর্ক পুরনিগম ও এনকেডিএ

Last Updated:

হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাতের ফলে বিধাননগর কিংবা নিউ টাউনের কোথাও জল জমার মত অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি এখনও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা :  আবহাওয়া দপ্তরের সতর্কতা থাকলেও এখনও অব্দি সেভাবে ভারী বৃষ্টি হয়নি জেলায়। হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাতের ফলে বিধাননগর কিংবা নিউ টাউনের কোথাও জল জমার মত অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি এখনও। মাঝে একদিন ঘন্টা খানেকের বৃষ্টিতে নিউ টাউনের বেশ কিছু জায়াগায় জল জমে গিয়েছিল। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এনকেডিএ, হিডকোকে বিঁধে ট্রোল করেছিলেন নিউ টাউনের বাসিন্দারা।
advertisement

একটু বৃষ্টিতেই যে ভাবে বিধাননগরের বিভিন্ন অংশে জল জমে যায় তা নিয়ে ক্ষোভ জানান বাসিন্দারা। সমস্যার কথা জানান ব্যবসায়ীরাও। তাই বর্তমানে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্নাবর্ত এবং তার জেরে নিম্ন চাপের জেরে বৃষ্টির আশঙ্কায় সজাগ বিধাননগর পুর নিগম ও নিউটাউন কলকাতা উন্নয়ন পর্ষদ। ইতিমধ্যেই এই দু’জায়গার আধিকারিকরা জানিয়েছেন নিম্নচাপের বৃষ্টিপাতের ফলে যাতে কোথাও জল না জমে যায় সেজন্য বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে পুর এলাকায় ও নিউ টাউনে।

advertisement

আরও পড়ুনঃ জলাশয়গুলিতে বৃষ্টির জল জমতেই মুখে হাসি পাট চাষীদের

তবে শুধু কন্ট্রোল রুম নয় সেই সঙ্গে একগুচ্ছ ব্যবস্থাও নেওয়া হয়েছে। কি সেই ব্যবস্থা? অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের দরুন যদি কোথাও গাছ পড়ে যায় তবে সেই গাছ দ্রুত সরিয়ে দেওয়ার জন্য কাঠুরিয়া ও করাতের ব্যবস্থা করা হয়েছে। রাস্তা থেকে গাছ দ্রুত সরানোর জন্য পে লোডার মজুত রাখা হয়েছে। ইতিমধ্যেই সাফাই কর্মীরা নালা ও গালিপিট পরিষ্কার করেছেন বলে জানিয়েছেন বিধান নগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী।

advertisement

View More

অন্যদিকে, সারা বছর মানুষের সুবিধা অসুবিধার কথা ভেবে কন্ট্রোল রুম চালু রাখে এনকেডিএ। সেই কন্ট্রোল রুম থেকেই গোটা নিউ টাউনের বিভিন্ন ব্লকে নজরদারি চালানো হচ্ছে। রাস্তার দুপাশ থেকে ইমারতি দ্রব্য সরানো হয়েছে। যাতে সেগুলি ড্রেনের মুখ আটকে দিতে না পারে। বাগজোলা খালের দু পাড়ের পাম্পগুলিকে তৈরি রাখা হয়েছে যাতে জমা জল দ্রুত নিউ টাউন থেকে বার করে বাইরে ফেলা যায়। বৃষ্টি থামার পরে সাধারণত মশার উৎপাত বাড়ে।

advertisement

আরও পড়ুনঃ এ কি কাণ্ড! কাকে গাধা বললেন পিসি সরকার জুনিয়র!

তাই সেদিকেও নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এনকেডিএর চেয়ারম্যান দেবাশিস সেন। এজন্য আগাম কাজ শুরু করেছে ভেক্টর কন্ট্রোল ইউনিটের সদস্যরা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের পর থেকেই তৎপর রয়েছে রাজ্য বিদ্যুৎ দফতরও। আগাম সতর্কমূলক ব্যবস্থা হিসাবে সল্টলেকের বিদ্যুৎ ভবনের শীর্ষ পর্যায়ের আধিকারিকদের নিয়ে জেলার বিদ্যুৎ দফতরের কর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের সাহায্য জরুরী বৈঠকও করা হয়েছে বিদ্যুৎ মন্ত্রীর উপস্থিতিতে।

advertisement

দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন ও দায়িত্বপ্রাপ্ত বিদ্যুৎ কর্মীদের সর্বদা সজাগ থাকার নির্দেশ দেন মন্ত্রী অরূপ বিশ্বাস। একইসঙ্গে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিদ্যুৎ দফতরের তরফ থেকে জানান হয়েছে, দুর্যোগ মোকাবিলায় বিদ্যুৎ ভবনে দুটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেই কন্ট্রোল রুমের ফোন নম্বর দুটি হল, ৮৯০০৭৯৩৫০৩ / ৮৯০০৭৯৩৫০৪। বিদ্যুৎ দফতরের সব কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: নিম্নচাপে ভরাডুবির আশঙ্কায় সতর্ক পুরনিগম ও এনকেডিএ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল