আরও পড়ুন: ১৪ দিন আগে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি, পানা পুকুর থেকে উদ্ধার মৃত বধূর দেহ
আরও পড়ুন: শনি মঙ্গলে ভক্তদের ঢল, মনস্কামনা পূরণে দূরদূরান্ত থেকে বহু ভক্ত ভিড় জমান মাদপুরের মনসা মন্দিরে
ভারতের গ্রামীণ এলাকায় গত কয়েক বছরে চাষের পাশাপাশি ব্যবসায় নামার প্রবণতা বেড়েছে মানুষের মধ্যে। সেই তালিকায় নতুন সংযোজন, মৌমাছি পালনের ব্যবসা। বর্তমানে মৌমাছি পালনের ব্যবসা করে অনেকেই ভাল আয় করছেন। বসিরহাটের বাদুড়িয়ার চণ্ডীপুর গ্রামে উঁকি মারলে দেখা যাবে, গ্রামের অল্প কিছু সংখ্যক মানুষ বাদ দিয়ে প্রায় সকলেই এই মৌমাছি চাষকে পেশা হিসাবে বেছে নিয়েছেন।
advertisement
এই গ্রামের প্রায় ৮০-৯০ শতাংশ মানুষ মৌমাছি সম্পর্কিত ব্যবসার সঙ্গে জড়িত। কেউ মৌমাছি থেকে মধু তৈরি করেন, কেউ বা মৌমাছি চাষের জন্য বাক্স প্রস্তুত করার জন্য কারখানা তৈরি করেছেন, আবার কেউ মৌমাছির বংশবিস্তার ঘটিয়ে সংখ্যায় বৃদ্ধি করে জীবিকা নির্বাহ করে। এখান থেকে বাক্স ভর্তি মৌমাছি দেশের বিভিন্ন রাজ্যে রফতানি করে স্বনির্ভর হচ্ছেন এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে বেকার যুবকরা।
জুলফিকার মোল্যা