আক্রান্ত নাবালিকার পরিবারের অভিযোগ, তাদের মেয়ে মানসিক কারণে মাঝেমধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যায়। মঙ্গলবার বোনের সঙ্গে অশান্তি করে ফের সে বাড়ি থেকে চলে যায়। রাতে আবার বাড়ি ফিরে আসে। সেই সময়ই ওই নাবালিকাকে বাড়ির সামনে রাস্তায় ঘিরে ধরে স্থানীয় দুই যুবক অভিজিৎ দাস ও সুকান্ত হালদার। সঙ্গে ছিল এলাকার বধূ সন্দীপা রায়। তাদের মেয়েকে মারধর করে চুল কেটে নেওয়া হয় বলে ওই প্রতিবেশীদের বিরুদ্ধে অভিযোগ করে নাবালিকার পরিবার। তারা বিষয়টি নিয়ে হাবড়া থানায় লিখিত অভিযোগও দায়ের করেছে।
advertisement
আরও পড়ুন: শিলং, মেন্দিপাথারের পরে রাজাবালাতে মমতা, মেঘালয়ের এই প্রত্যন্ত এলাকাকে কেন বাছল তৃণমূল?
এদিকে অভিযুক্তরা পাল্টা ওই নাবালিকার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে। তাদের অজুহাত, রাগের মাথায় সবাই মিলে চুল কেটে দিয়েছে। পাশাপাশি অভিযুক্তদের দাবি, ওই নাবালিকার মা-বাবাই তার চুল কাটতে বলেছিল, তাই তারা কেটেছে।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। নাবালিকার পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
জিয়াউল আলম