Mamata Banerjee: শিলং, মেন্দিপাথারের পরে রাজাবালাতে মমতা, মেঘালয়ের এই প্রত্যন্ত এলাকাকে কেন বাছল তৃণমূল?

Last Updated:

রাজাবালা বিধানসভায় প্রচুর সংখ্যালঘু মানুষের বসবাস। পাশের  বিধানসভা ফুলবাড়িও তাই।

আজ মেঘালয়ে মমতার সভা।
আজ মেঘালয়ে মমতার সভা।
শিলং: শিলং, মেন্দিপাথারের পরে আজ রাজাবালাতে সভা করবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২৭ ফেব্রুয়ারি ৬০ আসনের মেঘালয় বিধানসভার নির্বাচন। শেষ মুহূর্তের প্রচার চলছে। প্রচারে ঝড় তুলতে আজ মেগা সভা করছে তৃণমূল কংগ্রেস।
আজ মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি থেকে হেলিকপ্টারে সরাসরি পৌঁছবেন রাজাবালা। সভা শুরু হবে বেলা ১ টায়।  মেঘালয়ে ভোট ঘোষণার দিনেই জানুয়ারি মাসে বিশাল জনসভা করেছেন গারো পাহাড়ের মেন্দীপাথারে। তারও আগে শিলংয়ে রাজনৈতিক সভা ও অন্যান্য কর্মসূচি করেছেন। এবার প্রচার সভা হচ্ছে পশ্চিম গারো হিলসের রাজাবালায়।
advertisement
advertisement
তুরা লোকসভার অন্তর্গত রাজাবালার নেকিকোনা তিলাপাড়া ফিল্ডের মাঠে এই সভা হবে। গত কয়েকদিন টানা মেঘালয়ে পড়ে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক দলীয় প্রার্থীদের  সমর্থনে বেশ কয়েকটি রোড শো ও জনসভা করেছেন। দলীয় সূত্রে খবর, তাতে উপচে পড়েছে ভিড়। মানুষের প্রতিক্রিয়া দেখে খুশি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। মেঘালয়ের একেবারে প্রত্যন্ত জায়গা হল এই রাজাবালা।অসম সীমানা লাগোয়া এই জায়গা তুরা টাউন থেকে ২ ঘণ্টা, গুয়াহাটি শহর থেকে সাড়ে ৫ ঘণ্টার দূরত্বে।
advertisement
রাজাবালা বিধানসভায় প্রচুর সংখ্যালঘু মানুষের বসবাস। পাশের  বিধানসভা ফুলবাড়িও তাই। ইতিমধ্যেই এই এলাকায় ভোট প্রচারে সারাক্ষণ ব্যস্ত রয়েছে জোড়া ফুল শিবির৷ গোটা রাস্তা জুড়ে তৃণমূল কংগ্রেসের একাধিক বড় বড় ছবি, ব্যানার, পোস্টার। বিভিন্ন মোড়ে মুকুল সাংমা বনাম কনরাড সাংমার প্রচারের ছবি মুখোমুখি। এই এলাকায় কৃষক, মৎস্যজীবী মানুষেরাও থাকেন। এই প্রত্যন্ত এলাকায় তৃণমূল কংগ্রেস জোর দিয়েছে বাংলার উন্নয়নের মডেল তুলে ধরতে। তাই এখানেও প্রচারে জোর দেওয়া হয়েছে লক্ষ্মীর ভান্ডারের ধাঁচে উই কার্ড, বেকারদের জন্য মাই কার্ডের উপরে।
advertisement
রাজাবালা, ফুলবাড়ি সহ একাধিক জায়গা আছে যেখানকার ব্যবসায়ীরা নির্ভরশীল হয়ে থাকেন কলকাতার বড়বাজার, মেটিয়াবুরুজ, হাওড়ার হাটের উপরে। তাই বাংলার মডেলকে এখানে প্রচারে তুলে ধরছে তৃণমূল কংগ্রেস।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee: শিলং, মেন্দিপাথারের পরে রাজাবালাতে মমতা, মেঘালয়ের এই প্রত্যন্ত এলাকাকে কেন বাছল তৃণমূল?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement