Gorkhaland: মমতার হুঁশিয়ারির পরেও অনশন, বনধে অনড় বিনয়রা! ফের তপ্ত হবে পাহাড়?
- Published by:Debamoy Ghosh
- Reported by:Partha Pratim Sarkar
Last Updated:
মুখ্যমন্ত্রী বনধ নিয়ে গতকালই শিলিগুড়িতে রাজ্যের কড়া অবস্থান স্পষ্ট করেছেন। প্রশাসনিক কর্তাদের কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।
দার্জিলিং: অনশন চালিয়ে যাচ্ছেন বিনয় তামাং, অজয় এডওয়ার্ডেরা। প্রশাসনিক কর্তাদের আবেদনেও নিজেদের সিদ্ধান্তে অনড় জিটিএ-র বিরোধীরা। পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা অনশন প্রত্যাহারের আবেদন করলেও তা প্রত্যাখ্যান করেছেন বিনয় তামাংরা!
২৪ ঘণ্টার অনশন চালিয়ে যাচ্ছেন জিটিএর ৯ বিরোধী সভাসদ। আজ দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত চলবে এই অনশন। বাংলা ভাগ হবে না, গত পরশু রাজ্য বিধানসভায় এই প্রস্তাব পাস হয়েছে। তারই প্রতিবাদে অনশন। দার্জিলিংয়ের গোর্খা রঙ্গ মঞ্চে অনশন। আগামীকাল ১২ ঘণ্টার পাহাড় বনধের ডাক বিরোধী সভাসদদের।
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী বনধ নিয়ে গতকালই শিলিগুড়িতে রাজ্যের কড়া অবস্থান স্পষ্ট করেছেন। প্রশাসনিক কর্তাদের কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। জনজীবন স্বাভাবিক রাখার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। কেন না কাল থেকেই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার মরসুমে বনধ ডাকায় কিছুটা অস্বস্তিতে আহ্বায়কেরা। যদিও বিনয় তামাং জানান, পরীক্ষার্থীদের কেন্দ্রে যেতে কোনও অসুবিধে হবে না। বনধের আওতার বাইরে থাকছে শিক্ষা প্রতিষ্ঠান, জরুরি পরিষেবা। স্কুল বাস স্বাভাবিক ছন্দেই চলবে। রাস্তাঘাটে কোনও বনধ সমর্থক থাকবেন না।
advertisement
বিনয় আরও জানান, 'পাহাড়বাসীর কাছে বনধকে সফল করার আহ্বান জানাচ্ছি। যাঁরা গোর্খাল্যাণ্ড চায় তাঁরা সমর্থন করবেন।' গতকাল রাতে দার্জিলিংয়ে জিটিএর ৯ বিরোধী সভাসদের অনশন প্রত্যাহারের আর্জি জানিয়ে মঞ্চে যান সদর মহকুমা শাসক দুলেন রায় ও পুলিশ কর্তারা। দার্জিলিং রঙ্গ মঞ্চে অনশনে বসেছেন ৯ বিরোধী সভাসদ। "প্রত্যাহার নয়, গ্রেফতার করলে করুন, ১০ বছরের সাজা দিন, অনশন চলবে," প্রশাসনিক কর্তাদের পালটা বলেন জিটিএ-র সভাসদ অজয় এডওয়ার্ড।
advertisement
২০১৭-র সেপ্টেম্বরের পর পাহাড় বনধ দেখেননি স্থানীয়রা। আর সেই সময় পাহাড়ে হিংসার রাজনীতি, বনধের বিরোধিতা করেই বিমল গুরুংয়ের সঙ্গ ছেড়ে অনীত থাপাকে সঙ্গে নিয়ে আলাদা দল গড়েন বিনয়। ৬ বছরের মাথায় সেই বিনয়ের মুখেই বনধের ঘোষণা। যদিও একে গুরুত্ব দিতে নারাজ জিটিএর চিফ এগজিকিউটিভ অনীত থাপা। তিনি পালটা বলেন, 'রাস্তায় নামার প্রশ্নই নেই। বনধের প্রভাব পড়বে না পাহাড়ে।'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Siliguri,Darjeeling,West Bengal
First Published :
February 22, 2023 9:10 AM IST