Mamata Banerjee: 'বঙ্গ ভঙ্গ করতে দেবো না', শিলিগুড়ি পৌঁছেই চ্যালেঞ্জ মমতার! বনধ নিয়েও হুঁশিয়ারি
- Published by:Debamoy Ghosh
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
শুধু বাংলা ভাগ নিয়ে হুঁশিয়ারি নয়, আগামী বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারি পাহাড়ে ১২ ঘণ্টার যে বনধ ডাকা হয়েছে, তা নিয়েও কড়া সুর শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর গলায়৷
শিলিগুড়ি: পাহাড়ে নতুন করে ফের গোর্খাল্যান্ডের দাবিতে আন্দোলন দানা বাঁধছে। একজোট হয়েছেন বিমল গুরুং, অজয় এডওয়ার্ডরা। এই পরিস্থিতিতে শিলিগুড়িতে পা দিয়ে ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, কোনও অবস্থাতেই বাংলা ভাগ হতে দেবেন না তিনি।
তিন দিনের উত্তরবঙ্গ সফরে আজ শিলিগুড়িতে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানেই সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি পরিষ্কার বলে দিছি কোনও ভঙ্গ হবে না। অশান্তি আমি করতে দেব না। এটা আমার চ্যালেঞ্জ। আমি যুদ্ধ করতে ভালোবাসি। আন্দোলনের মধ্য দিয়ে আমি বড়ো হয়েছে।'
আরও পড়ুন: কোনও সরকারি কর্মীর টাকা বন্ধ হয়েছে? বছর বছর ডিএ দেওয়া হয়, উত্তরবঙ্গের সভা থেকে বললেন মমতা
advertisement
advertisement
শুধু বাংলা ভাগ নিয়ে হুঁশিয়ারি নয়, আগামী বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারি পাহাড়ে ১২ ঘণ্টার যে বনধ ডাকা হয়েছে, তা নিয়েও কড়া সুর শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর গলায়৷ বিধানসভায় বাংলা ভাগ বিরোধী প্রস্তাব পাশের প্রতিবাদে এই বনধ ডেকেছেন বিনয় তামাং, অজয় এডওয়ার্ডরা৷ মুখ্যমন্ত্রী এ দিন সাফ বলে দিয়েছেন, পাহাড়ে কোনও বনধ হবে না৷ বনধের নামে কেউ আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করলেও সরকার রেয়াত করবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
এ দিনও মুখ্যমন্ত্রী দাবি করেন, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে কোনও ফারাক নেই৷ মমতা বলেন, 'আমাদের সরকার মানবিক এর সরকার। আমি উত্তরবঙ্গকে ভালবাসি। মাসে একবার করে তো আসি। আমি ভীষন ভালবাসি আপনাদের। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্য কোনও পার্থক্য নেই।'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Siliguri,Darjeeling,West Bengal
First Published :
February 21, 2023 5:33 PM IST