Mamata Banerjee: কোনও সরকারি কর্মীর টাকা বন্ধ হয়েছে? বছর বছর ডিএ দেওয়া হয়, উত্তরবঙ্গের সভা থেকে বললেন মমতা

Last Updated:

Mamata Banerjee: এ দিনের সভা থেকে মমতা তোলেন বঙ্গভঙ্গ প্রসঙ্গও৷ তিনি জোরের সঙ্গেই বলেন, আমি স্পষ্ট করে বলে দিচ্ছি৷ কোনও বঙ্গভঙ্গ হবে না৷

ফাইল ছবি
ফাইল ছবি
শিলিগুড়ি: উত্তরবঙ্গের সভা থেকে ডিএ নিয়ে প্রথমবারের জন্য মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি সভা থেকে স্পষ্ট বললেন, ‘‘সরকারি কর্মচারিদের কোথও কোনও বেতন বন্ধ হয়েছে? টাকা নেই, পয়সা নেই, তাও সঠিক সময়ে বেতন দেওয়া হয়৷ আমরা বছর বছর ডিএ পৌঁছে দি সরকারি কর্মীদের কাছে৷ ডিএ দিতে অতিরিক্ত ১ লক্ষ ৬১ হাজার কোটি টাকা খরচ হয়েছে আমাদের৷ মনে রাখবেন, কেউ আমাদের শত্রু নন৷ সরকারি কর্মচারি, শিক্ষকরা আমাদের বন্ধু৷’’
মমতা এ দিন আরও বলেন, ‘‘আর অন্য সব রাজ্যে তো পেনশন বন্ধ করে দিয়েছে৷ আমরা একমাত্র পেনশন দিয়ে থাকি৷ কোথাও, কোনও পেনশন বন্ধ হয়নি৷’’ ডিএ নিয়ে সরকারি কর্মীদের একাংশের ক্ষোভের অন্ত নেই৷ মঙ্গলবার দ্বিতীয় দিন তাঁদের কর্মবিরতি কর্মসূচি চলছে৷ সেই বিক্ষোভ নিয়ে কিছু না বললেও মমতা বুঝিয়ে দিলেন, সরকার নিজের অবস্থানে অনড় রয়েছেই৷
advertisement
advertisement
আরও পড়ুন: ১ লিটার দুধের প্যাকেট ২১০ পাক রুপি, ১ কেজি চিকেন ছুঁয়েছে ৭৮০ পাক রুপি, খাবারের আকাশছোঁয়া দামে নাভিশ্বাস পাকিস্তানবাসীর
এ দিনের সভা থেকে মমতা তোলেন বঙ্গভঙ্গ প্রসঙ্গও৷ তিনি জোরের সঙ্গেই বলেন, ‘‘আমি স্পষ্ট করে বলে দিচ্ছি৷ কোনও বঙ্গভঙ্গ হবে না৷ আমি অশান্তি করতে দেব না৷ এটা আমার চ্যালেঞ্জ৷’’ সম্প্রতি উত্তরবঙ্গে বনধ শুরু করার ডাক দেওয়া হয়েছে৷ সেই প্রেক্ষিতেও মমতা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘রাজ্য থেকে বনধের রাজনীতিকে সরিয়ে দেওয়া হয়েছে৷ এখনও কেউ কেউ ইচ্ছা করে বছরে একটা করে বনধ করতে চায়৷ আমি এই মঞ্চ থেকে স্পষ্ট বার্তা দিচ্ছি, কোনওরকম বনধে্র কর্মসূচিকে সরকার বরদাস্ত করবে না৷’’
advertisement
এ দিনের সভা থেকে মমতা মাধ্যমিক-উচ্চমাধ্যমিক-সহ বিভিন্ন পরীক্ষার পড়ুায়েদর শুভেচ্ছা জানান মমতা৷ পাশাপাশি, তাঁরা যাতে নির্বিঘ্নে, সহজে পরীক্ষা দিতে যেতে পারেন, সেই বিষয়টিও প্রশাসনকে নিশ্চিত করতে বলেন৷ উত্তরবঙ্গের এই সভা থেকে একাধিক সরকারি কাজ সেরে মুখ্যমন্ত্রীর পরবর্তীকালে মেঘালয়ে একটি সভা করার কথা রয়েছে৷ নির্বাচমমুখী সেই রাজ্যে মমতা কী বার্তা দেন, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে দেশ৷
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee: কোনও সরকারি কর্মীর টাকা বন্ধ হয়েছে? বছর বছর ডিএ দেওয়া হয়, উত্তরবঙ্গের সভা থেকে বললেন মমতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement