Mamata Banerjee: কোনও সরকারি কর্মীর টাকা বন্ধ হয়েছে? বছর বছর ডিএ দেওয়া হয়, উত্তরবঙ্গের সভা থেকে বললেন মমতা

Last Updated:

Mamata Banerjee: এ দিনের সভা থেকে মমতা তোলেন বঙ্গভঙ্গ প্রসঙ্গও৷ তিনি জোরের সঙ্গেই বলেন, আমি স্পষ্ট করে বলে দিচ্ছি৷ কোনও বঙ্গভঙ্গ হবে না৷

ফাইল ছবি
ফাইল ছবি
শিলিগুড়ি: উত্তরবঙ্গের সভা থেকে ডিএ নিয়ে প্রথমবারের জন্য মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি সভা থেকে স্পষ্ট বললেন, ‘‘সরকারি কর্মচারিদের কোথও কোনও বেতন বন্ধ হয়েছে? টাকা নেই, পয়সা নেই, তাও সঠিক সময়ে বেতন দেওয়া হয়৷ আমরা বছর বছর ডিএ পৌঁছে দি সরকারি কর্মীদের কাছে৷ ডিএ দিতে অতিরিক্ত ১ লক্ষ ৬১ হাজার কোটি টাকা খরচ হয়েছে আমাদের৷ মনে রাখবেন, কেউ আমাদের শত্রু নন৷ সরকারি কর্মচারি, শিক্ষকরা আমাদের বন্ধু৷’’
মমতা এ দিন আরও বলেন, ‘‘আর অন্য সব রাজ্যে তো পেনশন বন্ধ করে দিয়েছে৷ আমরা একমাত্র পেনশন দিয়ে থাকি৷ কোথাও, কোনও পেনশন বন্ধ হয়নি৷’’ ডিএ নিয়ে সরকারি কর্মীদের একাংশের ক্ষোভের অন্ত নেই৷ মঙ্গলবার দ্বিতীয় দিন তাঁদের কর্মবিরতি কর্মসূচি চলছে৷ সেই বিক্ষোভ নিয়ে কিছু না বললেও মমতা বুঝিয়ে দিলেন, সরকার নিজের অবস্থানে অনড় রয়েছেই৷
advertisement
advertisement
আরও পড়ুন: ১ লিটার দুধের প্যাকেট ২১০ পাক রুপি, ১ কেজি চিকেন ছুঁয়েছে ৭৮০ পাক রুপি, খাবারের আকাশছোঁয়া দামে নাভিশ্বাস পাকিস্তানবাসীর
এ দিনের সভা থেকে মমতা তোলেন বঙ্গভঙ্গ প্রসঙ্গও৷ তিনি জোরের সঙ্গেই বলেন, ‘‘আমি স্পষ্ট করে বলে দিচ্ছি৷ কোনও বঙ্গভঙ্গ হবে না৷ আমি অশান্তি করতে দেব না৷ এটা আমার চ্যালেঞ্জ৷’’ সম্প্রতি উত্তরবঙ্গে বনধ শুরু করার ডাক দেওয়া হয়েছে৷ সেই প্রেক্ষিতেও মমতা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘রাজ্য থেকে বনধের রাজনীতিকে সরিয়ে দেওয়া হয়েছে৷ এখনও কেউ কেউ ইচ্ছা করে বছরে একটা করে বনধ করতে চায়৷ আমি এই মঞ্চ থেকে স্পষ্ট বার্তা দিচ্ছি, কোনওরকম বনধে্র কর্মসূচিকে সরকার বরদাস্ত করবে না৷’’
advertisement
এ দিনের সভা থেকে মমতা মাধ্যমিক-উচ্চমাধ্যমিক-সহ বিভিন্ন পরীক্ষার পড়ুায়েদর শুভেচ্ছা জানান মমতা৷ পাশাপাশি, তাঁরা যাতে নির্বিঘ্নে, সহজে পরীক্ষা দিতে যেতে পারেন, সেই বিষয়টিও প্রশাসনকে নিশ্চিত করতে বলেন৷ উত্তরবঙ্গের এই সভা থেকে একাধিক সরকারি কাজ সেরে মুখ্যমন্ত্রীর পরবর্তীকালে মেঘালয়ে একটি সভা করার কথা রয়েছে৷ নির্বাচমমুখী সেই রাজ্যে মমতা কী বার্তা দেন, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে দেশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee: কোনও সরকারি কর্মীর টাকা বন্ধ হয়েছে? বছর বছর ডিএ দেওয়া হয়, উত্তরবঙ্গের সভা থেকে বললেন মমতা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement