স্থানীয় সূত্র জানা যায়, ধর্মপুর দু-নম্বর গ্রাম পঞ্চায়েতে দিদির দূত কর্মসূচিতে, এ দিন উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি গ্রামের বিভিন্ন এলাকায় যখন সাধারণ মানুষদের অভাব অভিযোগের কথা শুনছিলেন, তখন তরঙ্গহাটি গ্রামের বাসিন্দা গীতা সরকার মন্ত্রী কে সামনে পেয়ে বৌমাকে ফিরিয়ে দেওয়ার আবেদন জানান।
আরও পড়ুনঃ 'Now it's official', প্রেমে হাবুডুবু দিতিপ্রিয়া! জনপ্রিয় 'প্রেমিক' নায়ককে চেনেন? ছবি ফাঁস
advertisement
অভিযোগকারীর দাবি, ১৫ বছর আগে তার ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল হরিণঘাটার থানার মাঝেরগ্রামের স্বপ্না সরকারের। বছর সাতেক আগে ছেলে পরেশ সরকারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দায়ের করেন বৌমা। তারপর থেকে বাড়ি ছাড়া সে। তাই বৌমাকে বাড়ি ফেরানোর আর্জি জানান গীতা দেবী। যদিও ওই অভিযোগ শুনে মন্ত্রী বলেন, এটা পারিবারিক বিষয়। তাঁর কিছু করার নেই। তবুও স্থানীয় পঞ্চায়েতকে বিষয়টি আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানান।
বনমন্ত্রী এদিন গো-পোল এলাকায় একটি উপ স্বাস্থ্যকেন্দ্রেও যান। সেখানে সাধারণ মানুষ বনমন্ত্রীকে জানান স্বাস্থ্য কেন্দ্রে পর্যাপ্ত চিকিৎসক নেই, পাশাপাশি ওষুধেরও অভাব রয়েছে এবং বেশ কিছু পরিকাঠামগত অভাব রয়েছে। অভিযোগ শুনে স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন বনমন্ত্রী।
Rudra Narayan Roy