বিধায়ক নিজেই হাসপাতালের অপারেশন রুমে গিয়ে ড্রেস পরে অপারেশন করেন রোগীদের। শুধু তাই নয়, পাশাপাশি প্রান্তিক রোগীদের চিহ্নিত করে সম্পূর্ণ বিনা খরচে বাড়ি থেকে অ্যাম্বুল্যান্সে করে এনে, হাসপাতালে অপারেশন করে দু'দিন রেখে সুস্থ করে, আবার বাড়ি পৌঁছে দিচ্ছেন। প্রয়োজনীয় সমস্ত ওষুধ দেওয়া হচ্ছে বিনামূল্যে। সন্দেশখালি হিঙ্গলগঞ্জ হাড়োয়া, মিনাখা, বাদুড়িয়া, বসিরহাট উত্তর স্বরুপনগর, একাধিক ব্লকের দুস্থ প্রান্তিক মানুষদের চিহ্নিত করে, চলে পরীক্ষা-নিরীক্ষা। তারপরই গুরুত্ব বুঝে একটি নির্দিষ্ট দিন ধার্য করে করা হয় চোখের ছানি অপারেশন।
advertisement
আরও পড়ুনঃ শীতের মরশুমের শুরুতেই তৎপরতা খেজুর গুড় বিক্রেতাদের
আগামী দিনেও লাগাতার এই কর্মসূচি চালানো হবে বলেও জানান বিধায়ক। ইতিমধ্যে দু-মাসে প্রায় ৫১ জনের চোখের ছানি অপারেশন করেছেন বিধায়ক। বিভিন্ন সরকারি চিকিৎসকদের পাশাপাশি স্বয়ং বিধায়কের এভাবে দুস্থ মানুষদের সেবায় এগিয়ে আসা নজির তৈরি করলেন বলেই মনে করছেন এলাকার স্থানীয়রা। বিধায়কের এই কর্মসূচির ফলে এলাকাবাসীদের সাধুবাদের পাশাপাশি সুস্থ রোগীরা বিধায়কের দীর্ঘায়ু কামনা করছেন আশীর্বাদ দিয়ে। মানুষের সেবায় কাজ করতে পেরে খুশি বিধায়কও।
রুদ্র নারায়ন রায়