নিজের বিধানসভা এলাকায় সর্বোচ্চ নম্বার প্রাপক ছাত্র-ছাত্রীদের বাড়িতে সংবর্ধনা দিতে সশরীরে পৌঁছে গেলেন বিধায়ক। এদিন অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুলের দুই কৃতি ছাত্র প্রসূন বসু ও বাপ্পা দত্ত (৬৭৫) নাম্বার প্রাপকদের বাড়িতে বিধায়ক ফুল-মিষ্টি ও মেমেন্টো নিয়ে হাজির হন। পাশাপাশি অশোকনগর বানিপুর গার্লস হাইস্কুলের প্রত্যুষা দাসও এবছর ৬৭৫ নম্বর পেয়েছে। পাশাপাশি স্থানীয় এলাকার তুলি সেন ৬৭৪ নম্বর পেয়েছে তাদের বাড়িতেও বিধায়ক সংবর্ধনা দিতে পৌঁছে যান।
advertisement
আরও পড়ুন - কফিনবন্দি হয়ে দেহ ফিরল জওয়ানের, স্মৃতিসৌধ তৈরির উদ্যোগ স্থানীয়দের
আরও পড়ুন - ১০ ঘন্টা পর উদ্ধার হল ঝিলে তলিয়ে যাওয়া যুবকের দেহ
বিধায়ক এদিন দাবি করেন, 'অশোকনগর জুড়ে সর্বোচ্চ নম্বর প্রাপকদের বাড়িতে শুধু সংবর্ধনা দেওয়ার জন্য নয়, তাদের আগামী দিনের ভবিষ্যত যাতে আরো সুন্দর, উজ্জ্বল হয়ে ওঠে, সেই কারণে তাদের পাশে দাঁড়াতে এসেছি।' পাশাপাশি তিনি আরো জানান, 'আগামী দিনে ছাত্র-ছাত্রীরা আরো ভালো রেজাল্ট করুক, অশোকনগরের নাম উজ্জ্বল করুক বাংলা জুড়ে সেই কারণে ছোট্ট একটা সংবর্ধনা অনুষ্ঠান।'
বিধায়ককে সামনে পেয়ে ছাত্র-ছাত্রীরা তাদের সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন। অশোকনগর বাণীপীঠ গার্লস হাই স্কুলের ছাত্রী তুলি সেন খুবই দারিদ্রতার মধ্য দিয়েই মাধ্যমিকে কৃতিত্ব অর্জন করেছেন। বাবা না থাকায়, তার মা তাকে খুব কষ্ট করে মানুষ করেছে বলে জানান, যা শুনে বিধায়ক তুলির পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। পাশাপাশি ছাত্রছাত্রী সহ অভিভাবকরাও নিজের বাড়িতে বিধায়ককে পেয়ে স্বভাবতই খুশি।