বাবন ব্যানার্জী তাঁর প্রতিক্রিয়ায় জানান, 'মতুয়া সম্প্রদায়ের এই ফুটবল দল আগামীদিনে ভালো ফুটবল খেলে কলকাতার মাঠে চ্যাম্পিয়ন হবে, এই আশা রাখি। শুধু ফুটবল নয়, ক্রিকেট, ভলিবল, হকি, সাঁতারের মতো ক্রীড়াক্ষেত্রে নিজস্বতা তৈরি করবেন মতুয়া খেলোয়াড়রা।'
আরও পড়ুনঃ প্লাস্টিক মুক্ত শহর গড়ে উঠবে বনগাঁ, উদ্যোগী প্রশাসন
advertisement
পাশাপাশি, মতুয়া মহা সংঘের সংঘাধিপতি মমতা ঠাকুর বলেন, 'মতুয়া সম্প্রদায়ের মানুষের উন্নয়নে মমতা ব্যানার্জী উন্নয়ন বোর্ড গড়ে দিয়েছেন। তার মাধ্যমে এই সম্প্রদায়ের মানুষের উন্নয়নের কাজ চলছে। এই অনুষ্ঠানের সাথেই, এদিন মতুয়া সম্প্রদায়ের ২৫ জনের হাতে বাড়ি তৈরির সরকারি অর্থের চেক তুলে দেওয়া হল।' আগামী দিনে প্রতিযোগিতার ময়দানে মতুয়া সম্প্রদায়ের এই নতুন ফুটবল টিম কতোটা পারদর্শী হতে পারে এখন সেটাই দেখার।
আরও পড়ুনঃ গুলি কাণ্ডের পর উধাও ক্রেতাদের ভিড়, ছন্দে ফেরার অপেক্ষায় বিরিয়ানির দোকান
এদিনের অনুষ্ঠান ঘিরে মতুয়াদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ডঙ্কা কাসর বাজে রীতিমতো উৎসবের মেজাজ তৈরি হয় ঠাকুরবাড়িতে। ভক্তরা জানান প্রয়োজনে খেলার মাঠেও তারা ডঙ্কা কাসর বাজিয়ে খেলোয়াড়দের উচ্ছ্বসিত করবেন।
Rudra Narayan Roy