North 24 Parganas: গুলি কাণ্ডের পর উধাও ক্রেতাদের ভিড়, ছন্দে ফেরার অপেক্ষায় বিরিয়ানির দোকান
Last Updated:
বিরিয়ানি লাভারদের কাছে প্রিয় ব্যারাকপুরের প্রসিদ্ধ ডি বাপির দোকান ৷ বহুল প্রচারিত এই বিরিয়ানির দোকানেই কয়েকদিন আগে ঘটে গুলি চালানোর ঘটনা।
উত্তর ২৪ পরগনা: বিরিয়ানি লাভারদের কাছে প্রিয় ব্যারাকপুরের প্রসিদ্ধ ডি বাপির দোকান ৷ বহুল প্রচারিত এই বিরিয়ানির দোকানেই কয়েকদিন আগে ঘটে গুলি চালানোর ঘটনা। বাইকে করে এসে কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। সেই গুলিতে জখম হন রেস্তরাঁর এক কর্মী ও ক্রেতা। ঘটনার পর বেশ কিছুটা সময় কেটে গেলেও এখনো কোন দুষ্কৃতী ধরা পড়েনি। পুলিশ সূত্রে খবর, পরীক্ষা করে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। তবে ঘটনার পর থেকে এখনো থমথমে রয়েছে দোকানের পরিবেশ। কাজে যোগ দিলেও রীতিমতো আতঙ্কে রয়েছেন দোকানের কর্মীরা। ঘটনার আগে দোকানে প্রায় প্রতিদিন ১৪ থেকে ১৫ হাঁড়ি বিরিয়ানি করা হত, সেখানে এখন মাত্র তিন থেকে চার হাঁড়ি বিরিয়ানি তৈরি করা হচ্ছে বলে জানান দোকানের দায়িত্বে থাকা কর্মীরা।
advertisement
কারণ ঘটনার পর থেকেই দোকানে ক্রেতাদের তেমন একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে না। আতঙ্কের জেরেই ক্রেতারাও এখন বিরিয়ানি-র দোকানের দিকে পা বাড়াতে ভয় পাচ্ছেন। ২০০৬ থেকে বিরিয়ানির ব্যবসা শুরু করেছিলেন বাপি দাস। তবে ব্যারাকপুরের বিরিয়ানি দোকান তৈরি হয় ২০১২ সালে।
advertisement
বাপি বাবু জানান, ক্রেতাদের জন্যই বড় হয়েছি। তাহলে কি ভালো খাবার খাওয়ানোটাই সবথেকে বড় দোষ হয়ে গেল আমার? কেন দুষ্কৃতীরা হামলা চালাল, কাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছিল, তা এখন বুঝে উঠতে পারছেন না দোকান মালিক থেকে কর্মচারী কেউই।
advertisement
দোকান চললেও কবে আবার পুরনো ছন্দে ফিরবে ব্যারাকপুরের এই দোকান, সেই অপেক্ষায় রয়েছেন মালিকপক্ষ থেকে ক্রেতারা।
advertisement
Rudra Narayan Roy
view commentsLocation :
First Published :
May 27, 2022 10:16 AM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: গুলি কাণ্ডের পর উধাও ক্রেতাদের ভিড়, ছন্দে ফেরার অপেক্ষায় বিরিয়ানির দোকান