North 24 Parganas: মেয়াদ উত্তীর্ণ জল বিক্রির অভিযোগ হাসপাতালেই!
- Published by:Ananya Chakraborty
Last Updated:
বেশ অনেকদিন ধরেই নানা অভিযোগ আসছিল পুরসভার কাছে। আর এবার সেই অভিযোগের ভিত্তিতেই, হাসপাতাল চত্বরে মেয়াদ উত্তীর্ণ জল বিক্রির বিরুদ্ধে অভিযান চালাতে দেখা গেল পুরসভাকে।
উত্তর ২৪ পরগনা: বেশ অনেকদিন ধরেই নানা অভিযোগ আসছিল পুরসভার কাছে। আর এবার সেই অভিযোগের ভিত্তিতেই, হাসপাতাল চত্বরে মেয়াদ উত্তীর্ণ জল বিক্রির বিরুদ্ধে অভিযান চালাতে দেখা গেল পুরসভাকে। রোগীর পরিজনদের অভিযোগ পেয়ে বনগাঁ মহকুমা হাসপাতালে গেলেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। তার সঙ্গে ছিলেন পৌরসভার একাধিক কাউন্সিলর, পৌরকর্মী ও বনগাঁ থানার পুলিশ৷ ন্যায্য মূল্যের জলের দোকানে তল্লাশি চালিয়ে প্রচুর মেয়াদ উত্তীর্ণ জলের বোতল উদ্ধার করেন তারা। এরপরই, মেয়াদ উত্তীর্ণ জল বিক্রি করার অভিযোগে হাসপাতালের ভেতরে ন্যায্যমূল্যের জলের দোকান সিল করে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে৷ দোকানের এক কর্মচারীকেও আটক করা হয়। অভিযোগ, দীর্ঘদিন ধরে বনগাঁ মহকুমা হাসপাতাল চত্বরে লেভেল উত্তীর্ণ জলের বোতলে নতুন লেভেল সাঁটিয়ে চলছিল বেআইনি কারবার। ফলে হাসপাতালে আসা রোগীর পরিবারের লোকেরা সহ বহু মানুষ সেই জলই কিনে খাচ্ছিলেন।
ফলে জল পানের মধ্যে দিয়েই বড় কোনো রোগের স্বীকার হতে পারতেন যে কেউ। এদিনের অভিযানের ফলে সেই বিপদ থেকেই কিছুটা হলেও মুক্তি মিলল বলে মনে করছেন এলাকার স্বাস্থ্য সচেতন মানুষজন। বনগাঁ পুরসভার পৌর পিতা গোপাল শেঠ জানান, ' হাসপাতালে প্রসূতি বিভাগে ভর্তি এক রোগীর আত্মীয় মেয়াদ উত্তীর্ণ জল বিক্রি করার অভিযোগ জানায় আমাদের কাছে। সঙ্গে সঙ্গে আমরা ছুটে এসে দেখি জলের বোতলের গায় হাতে লেখা তারিখ দেওয়া রয়েছে।
advertisement
আরও পড়ুনঃ ঘরোয়া পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করুন বাড়িতে
বেশির ভাগ জলের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। তার উপরে নতুন করে লেভেল সাটানো হয়েছে। আমরা এই দোকানের লাইসেন্সটি বাতিল করে দিলাম৷ পাশাপাশি, পুলিশকে বলেছি বিষয়টি তদন্ত করে দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা উপযুক্ত ব্যবস্থা নিতে।'
advertisement
আরও পড়ুনঃ দোকানে ক্রেতাদের চা পরিবেশন করতে করতে কবিতা শোনাচ্ছেন গোবরডাঙার নিতাই মিস্ত্রি
জেলার অন্যান্য প্রান্তেও এধরনের অভিযান চালানো যায় কি না , সে বিষয়ে প্রশাসন কে ভাবনা চিন্তারও আরজি জানান। মানুষদেরও সচেতন থাকার বার্তা দেওয়া হয় পৌরসভার পক্ষ থেকে।
advertisement
Rudra Narayan Roy
view commentsLocation :
First Published :
May 26, 2022 8:09 PM IST