আরও পড়ুন: টোটো চালকের সাহায্যে চরম ক্ষতি হওয়া থেকে বেঁচে গেল তিন নাবালিকা
রাখি বন্ধন বাঙালির কাছে কোনও ধর্মীয় উৎসব নয়। এ যেন সাম্প্রদায়িক সম্প্রীতির চিহ্ন, সর্ব ধর্মের ভ্রাতৃত্বের বন্ধন। রাখি পূর্ণিমার দিন এই উৎসব আয়োজিত হলেও হিন্দুর পাশাপাশি মুসলমান, শিখ, খ্রিস্টান সকলেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেখিয়ে দেওয়া পথ ধরে আনন্দ উৎসবে মেতে ওঠেন। ফলে এখানে রাখির চাহিদা থাকে তুঙ্গে।
advertisement
উত্তর ২৪ পরগনার সুন্দরবন এলাকার হিঙ্গলগঞ্জে গিয়ে আমরা দেখলাম বহু গ্রামে ঘরে ঘরে রাখি তৈরির কাজ চলছে। এই রাখিই এরপর বারাসত, বসিরহাট, কলকাতার বড় বড় বাজারগুলোয় পৌঁছে যাবে বিক্রি হওয়ার জন্য। এমনকি পাড়ি দেবে ভিন রাজ্যেও। বাংলার বহু যুবক-যুবতী যখন কর্মসংস্থানের আশায় ভিন রাজ্যের পাড়ি দিচ্ছেন, সেই সময় গ্রামের বাড়িতে বসে রাখি তৈরি করে স্বনির্ভর হয়ে উঠছেন অনেকে। যা আগামী দিনে আরও অনেককে এই পথে এগোতে উৎসাহিত করতে পারে।
জুলফিকার মোল্লা