সাধারণত আম গাছের কথা বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে লম্বা একটি গাছ। যার অনেকটা উপরে গ্রীষ্মকালে ডালে ডালে ফলে থাকে টাটকা সুমিষ্ট আম। আম পাকলেই এক বিশেষ ধরনের আঁকসি দিয়ে চাষিরা বা সাধারণ মানুষ সেই আম পেড়ে থাকেন। কিন্তু এবার হাতের কাছেও নয়, হাঁটুর কাছে ফলছে আম। তা পেতে গেলে আপনাকে ঝুঁকে নিচু হতে হবে।
advertisement
আরও পড়ুন: আড্ডা চলার সময়ই পরপর গুলি, দুষ্কৃতীর হাতে দুষ্কৃতী খুন!
উত্তর ২৪ পরগনার বসিরহাটের হংকং নামে একটি উদ্যানে শোভা পাচ্ছে এই তিন ফুটের আম গাছ। যা কাঠিমন আম নামে পরিচিত। এই প্রজাতির আম বাকিদের তুলনায় অনেক তাড়াতাড়ি ফলন দেয় এবং সারা বছরই এখান থেকে ফল পাওয়া যায়। আজকাল বহু মানুষ বাড়ির বাগানে এই আম গাছ লাগাচ্ছেন।
বসিরহাটের হংকং পার্কের উদ্যোক্তা অমিনুর ইসলাম পরীক্ষামূলকভাবে এই আম গাছের চাষ করেন। ভাল ফলন হওয়ায় এবার চারাগাছ তৈরি করে বিক্রিও করছেন। প্রতিটি চারাগাছ ৩০-৪০ টাকা দামে বিক্রি হচ্ছে। তাঁর এই অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন আমিনুর ইসলাম। তিনি বলেন, এই জাতের গাছ অল্প জমিতে বেশি পরিমাণে চাষ করা সম্ভব এবং অনেক বেশি হয়। পাশাপাশি গাছের চারা দেশের বিভিন্ন রাজ্যে বিক্রি হচ্ছে। এই জাতের আম গাছ চাষ করে বছরে কয়েক লক্ষ টাকা আয় করা সম্ভব। কাঠিমন আম গাছ লবণাক্ত মাটি ছাড়া বাকি সব ধরনের মাটিতেই সম্ভব। তবে নিয়মিত জলের পাশাপাশি গোবর সার অথবা আবর্জনা পচা সার দিতে হবে।
জুলফিকার মোল্লা