TRENDING:

North 24 Parganas News: সাড়ে তিন ফুটের গাছে সারাবছর ফলছে আম!

Last Updated:

অবাক আম গাছ! ইয়া লম্বা নয়, হাঁটুর উচ্চতায় এবার পাওয়া যাচ্ছে আম। মাত্র তিন ফুটের গাছে সারা বছর পাওয়া যাচ্ছে ফল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: মাত্র তিন ফুট উচ্চতা। সেই ছোটখাট আম গাছেই সারা বছর ফলছে আম!শুনে চমকে গেলেন? আসলেই চমকে যাওয়ার মতো ব্যাপার। বসিরহাটের এই তিন ফুট উচ্চতার আম গাছ ইতিমধ্যেই নজর কেড়েছে সকলের।
advertisement

সাধারণত আম গাছের কথা বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে লম্বা একটি গাছ। যার অনেকটা উপরে গ্রীষ্মকালে ডালে ডালে ফলে থাকে টাটকা সুমিষ্ট আম। আম পাকলেই এক বিশেষ ধরনের আঁকসি দিয়ে চাষিরা বা সাধারণ মানুষ সেই আম পেড়ে থাকেন। কিন্তু এবার হাতের কাছেও নয়, হাঁটুর কাছে ফলছে আম। তা পেতে গেলে আপনাকে ঝুঁকে নিচু হতে হবে।

advertisement

আরও পড়ুন: আড্ডা চলার সময়ই পরপর গুলি, দুষ্কৃতীর হাতে দুষ্কৃতী খুন!

উত্তর ২৪ পরগনার বসিরহাটের হংকং নামে একটি উদ্যানে শোভা পাচ্ছে এই তিন ফুটের আম গাছ। যা কাঠিমন আম নামে পরিচিত। এই প্রজাতির আম বাকিদের তুলনায় অনেক তাড়াতাড়ি ফলন দেয় এবং সারা বছরই এখান থেকে ফল পাওয়া যায়। আজকাল বহু মানুষ বাড়ির বাগানে এই আম গাছ লাগাচ্ছেন।

advertisement

View More

বসিরহাটের হংকং পার্কের উদ্যোক্তা অমিনুর ইসলাম পরীক্ষামূলকভাবে এই আম গাছের চাষ করেন। ভাল ফলন হ‌ওয়ায় এবার চারাগাছ তৈরি করে বিক্রিও করছেন। প্রতিটি চারাগাছ ৩০-৪০ টাকা দামে বিক্রি হচ্ছে। তাঁর এই অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন আমিনুর ইসলাম। তিনি বলেন, এই জাতের গাছ অল্প জমিতে বেশি পরিমাণে চাষ করা সম্ভব এবং অনেক বেশি হয়। পাশাপাশি গাছের চারা দেশের বিভিন্ন রাজ্যে বিক্রি হচ্ছে। এই জাতের আম গাছ চাষ করে বছরে কয়েক লক্ষ টাকা আয় করা সম্ভব। কাঠিমন আম গাছ লবণাক্ত মাটি ছাড়া বাকি সব ধরনের মাটিতেই সম্ভব। তবে নিয়মিত জলের পাশাপাশি গোবর সার অথবা আবর্জনা পচা সার দিতে হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

জুলফিকার মোল্লা

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: সাড়ে তিন ফুটের গাছে সারাবছর ফলছে আম!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল