Check : পশ্চিমবঙ্গ এইচএস ক্লাস 12 তম ফলাফল 2023
তবে কি দিদির দৌলতেই পাস হয়ে গেল মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই নেট দুনিয়ায় ভাইরাল হওয়া দুই অভিভাবকদের সন্তানরা! এক সময় বিতর্ক উঠেছিল তাদের মা-দের দেওয়া প্রতিক্রিয়ায় নিয়ে। ইতিহাস ও অংক পরীক্ষা খারাপ হতেই পরীক্ষার শেষে স্কুল থেকে বেরিয়ে রীতিমতো আবির খেলায় মেতেছিল ছাত্রী ও অভিভাবকেরা। সেখানেই প্রতিক্রিয়া দিতে গিয়ে দুই অভিভাবকদের বলতে শোনা যায় “আমাদের মেয়েদের ফাস্ট ডিভিশন পেতে হবে এমনটা আশা করি না। পাস করলেই হবে এবং মেয়েরা পাস করবে। দিদি যখন আছেন, তখন সবাই পাস।” দত্তপুকুর নিবাধুই বালিকা বিদ্যালয়ের ওই দুই ছাত্রী পাস করতেই খুশির হাওয়া গোটা এলাকায়। শুধু তাই নয় পাড়া-প্রতিবেশী, স্কুলের পাশাপাশি খুশি এলাকারা তৃণমূল সমর্থকরাও।
advertisement
আরও পড়ুন: টেবিল ফ্যান হয়ে যাবে এসি! না থাকবে গরম! না বাড়বে বিল! তুমুল ভাইরাল
স্থানীয় ও স্কুল সূত্রে জানা গিয়েছে, ভাইরাল হওয়া মহিলাদের একজন পিংকি চক্রবর্তী ও তার মেয়ে মাহি চক্রবর্তী ও অপর জন কাকলি মন্ডল ও তার মেয়ে অনামিকা মন্ডল। দুই অভিভাবকদের বাড়ি দত্তপুকুরে। অনামিকা মন্ডল পেয়েছে ৩৯০ (B+)। মাহি পেয়েছে ৩১০ (B)। শুধু তাই নয়, অনামিকা ইংলিশে লেটারও পেয়েছে। অনামিকার আগামী দিনে পড়ার ইচ্ছা পলিটিকাল সাইন্স নিয়ে। অনামিকার বাবা ভিন রাজ্যে থাকেন চাকরির সুবাদে। মেয়েকে নিজের মতন করে মাই মানুষ করছেন। দু’জন অভিভাবকই আজ যথেষ্ট খুশি কিন্তু আর প্রকাশ্যে কোনরকম প্রতিক্রিয়া দিতে চাইছেন না তারা। এখন তাঁদের মত মেধাবী ছাত্ররা নিজেরাই পড়াশোনা করে পেয়েছে এই সাফল্য। কারণ সবাই তো আর পাস করেনি, তাই নিজেদের সন্তানদের সাফল্যকে কোন রকম ভাবেই ছোট করতে চাইছেন না অভিভাবকরা। কিন্তু তারা প্রতিবেশী থেকে অনেকেই এখন বলছেন তাহলে, দিদির দৌলতেই পাস হয়েছে ওই দুই ছাত্রী।
Rudra Narayan Roy