বিষয়টি নিয়ে স্থানীয়রা দ্বারস্থ হয়েছেন অশোকনগর কল্যাণগড় পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় রাহার কাছে। কাউন্সিলর নিজেও এলাকা পরিদর্শন করেছেন ইতিমধ্যেই। বিষয়টি খতিয়ে দেখে তিনি অবিলম্বে খাটাল যাতে ওই এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় তার জন্য সচেষ্ট হয়েছেন বলে জানান। এমনকি ওই খাটাল ভুরকুন্ডা পঞ্চায়েত এলাকায় হওয়ায় পঞ্চায়েত প্রধানের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করেছেন বলে জানান স্থানীয় ওই কাউন্সিলর।
advertisement
আরও পড়ুনঃ অনেক হয়েছে সচেতনতা! প্লাস্টিক ব্যাগ ব্যবহারে এবার পাবেন শাস্তি
এই পরিবেশ দূষণের বিষয়টি নিয়ে খাটাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও কোন উত্তর মেলেনি। ইতিমধ্যেই সরকারের তরফ থেকে খাল সংস্কারের জন্য সক্রিয় হয়েছেন এলাকার বিধায়ক নারায়ণ গোস্বামী। বরাদ্দ হয়েছে টাকাও। কিছুদিনের মধ্যেই শুরু হবে খাল সংস্কারের কাজ। স্থানীয় বাসিন্দা অশোক দে জানান, খাটাল হওয়ার পর থেকেই দুর্গন্ধে অতিষ্ঠ হচ্ছি আমরা।
আরও পড়ুনঃ রেললাইনে যুক্ত হবে মছলন্দপুর থেকে স্বরূপনগর
খাওয়া দাওয়া থেকে ঘুমনো কোন কিছুতেই শান্তি নেই। এলাকার বাচ্চারাও এই গন্ধে বমি এবং অসুস্থ হয়ে পড়ছে। খাটাল অন্যত্র না সরলে আমাদের এখানে বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে। এলাকার স্থানীয় মহিলাদেরও একই দাবি। ফলে এখন প্রশাসনের তরফ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিকেই নাকে কাপড় চেপে তাকিয়ে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা।
Rudra Narayan Roy