শুধু তাই নয় আগুন জলা ইলেকট্রিকের তার ছিড়ে পড়ছে রাস্তার উপর। জীবনের ঝুঁকি নিয়ে গ্রামবাসীরা সেগুলো নেভানোর চেষ্টা করলেও, বিদ্যুৎ সংযোগ থাকায় রাস্তার উপরে জ্বলন্ত তার খসে পড়ায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা সহ রাস্তা দিয়ে চলা নিত্তযাত্রিরা। বিদ্যুৎ দপ্তরে খবর দেওয়া হলেও, তারা উদাসীন বলে অভিযোগ জানান গ্রামবাসীরা। যেকোনো সময় বড় কোন দুর্ঘটনা ঘটে গেলে তার দায় কে নেবে!
advertisement
আরও পড়ুনঃ ইলেকট্রিক গাড়ির ব্যাটারি চুরি হওয়ায় বন্ধ পৌর পরিষেবা!
এলাকার স্থানীয় শিশুদের ঘর থেকে বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না বিপদের আশঙ্কায়। বড়রাও অতি সাবধানতা অবলম্বন করে পথ চলছেন প্রয়োজনের খাতিরে। স্থানীয়দের দাবি অবিলম্বে ইলেকট্রিকের কেবেল এর তার পরীক্ষা করে প্রয়োজনে তা বদল করে দিক বিদ্যুৎ দপ্তর। কবে এই সমস্যার হাত থেকে রেহাই মেলে এখন সেদিকেই তাকিয়ে প্রসন্ন কোটি গ্রামের মানুষ।
Rudra Narayan Roy