স্টেশন চত্বরেই তৈরি হয়েছে নতুন ওভারব্রিজ তবে তা নিয়েই উঠছে নানা অভিযোগ। নতুন ওভারব্রিজ চালু করা হলেও, সেই ব্রীজ ব্যবহার করতে হলে সাধারণ মানুষকে ট্রেনে না চাপলেও প্ল্যাটফর্ম টিকিট কাটতে হবে। না হলেই টিকিট পরীক্ষক এর কাছে হয়রানির শিকার হতে হচ্ছে। গুনতে হচ্ছে ফাইন। পুরনো ব্রীজ স্টেশনের বাইরে থাকায় সেই অসুবিধায় পড়তে হচ্ছিল না সাধারণ মানুষকে। সংস্কারের নামে কেন সেই পুরনো লোহার ব্রিজ বন্ধ করে রাখা হয়েছে সে নিয়েও উঠছে প্রশ্ন।
advertisement
আরও পড়ুনঃ নিগ্রেহাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
বারাসতের স্টেশন পার্শ্বস্থ দুইপারের মানুষের ভরসা ছিল এই রেল ওভার ব্রীজই। সেখানে দাঁড়িয়ে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ, যার সমাধান হচ্ছে না দীর্ঘদিন ধরেই। স্থানীয় ও পথ চলতি মানুষের দাবি, যেকোন জিনিসই খারাপ হতে পারে, তাকে মেরামত করা হয় কিন্তু এক্ষেত্রে রেলের তরফ থেকে কোন স্বদিচ্ছা লক্ষ করা যাচ্ছে না দীর্ঘদিন অতিক্রান্ত হওয়ার পরও। বর্তমানে স্টেশনের পশ্চিম দিক থেকে যারা পূর্ব দিকে আসছেন জরুরি কাজে, তাদেরকে নয় অনেকটা ঘুরে লাইন পার হয়ে আসতে হচ্ছে। আর তা না হলে প্লাটফর্ম টিকিট কেটে নতুন ব্রীজ দিয়ে এসে এক নম্বর প্লাটফর্মে নেমে তারপর স্টেশনের বাইরে আসতে হচ্ছে।
আরও পড়ুনঃ প্রশাসনের উদ্যোগে প্রথম পুজো কার্নিভাল অনুষ্ঠিত জেলায়
ইতিমধ্যেই পুরনো ব্রীজ খোলার দাবি জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকেও ডেপুটেশন দেওয়া হয়েছে স্টেশন মাস্টারের কাছে কিন্তু রেলের তরফ থেকে কোন উত্তর পাওয়া যায়নি। সাধারণ মানুষের দাবি, দুপারের মানুষের সুবিধার্থে পুরনো লোহার ব্রীজটি অবিলম্বে মেরামত করে খুলে দেওয়া হোক। এর ফলে বিশেষ করে মহিলা এবং প্রবীণদের উপকার হবে। স্টেশনে পূর্ব দিকে জেলাশাসকের দপ্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ অফিস। সমস্যা সমাধানে এখন কি রাস্তা বের হয় সেদিকেই তাকিয়ে বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষ।
Rudra Narayan Roy