TRENDING:

North 24 Parganas News: রেল ব্রীজ পারাপারের সমস্যায় এখনও মেলেনি সমাধান, টিকিট কেটেই রেল লাইন পারাপার!

Last Updated:

রেল ওভারব্রীজ দিয়ে পারাপার নিয়ে সমস্যা তৈরি হলেও মিলছে না সমাধান। এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে উঠতে হচ্ছে প্লাটফর্মে প্রয়োজন পড়ছে টিকিট কাটার। না হলেই হয়রানি শিকার হতে হচ্ছে টিকিট পরীক্ষক এর কাছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা : রেল ওভারব্রীজ দিয়ে পারাপার নিয়ে সমস্যা তৈরি হলেও মিলছে না সমাধান। এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে উঠতে হচ্ছে প্লাটফর্মে প্রয়োজন পড়ছে টিকিট কাটার। না হলেই হয়রানি শিকার হতে হচ্ছে টিকিট পরীক্ষক এর কাছে। বারাসত স্টেশনের পাঁচ নম্বর থেকে এক নম্বর প্লাটফর্ম এ যাওয়ার লোহার ওভারব্রিজ বন্ধ হয়ে রয়েছে দীর্ঘদিন। দু'প্রান্তের মানুষের যোগাযোগের একমাত্র ভরসা ছিল এই ওভারব্রিজ। না হলে তার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে সাধারন মানুষকে ঘুরে যেতে হচ্ছে প্রায় সাড়ে চার কিলোমিটার।
advertisement

স্টেশন চত্বরেই তৈরি হয়েছে নতুন ওভারব্রিজ তবে তা নিয়েই উঠছে নানা অভিযোগ। নতুন ওভারব্রিজ চালু করা হলেও, সেই ব্রীজ ব্যবহার করতে হলে সাধারণ মানুষকে ট্রেনে না চাপলেও প্ল্যাটফর্ম টিকিট কাটতে হবে। না হলেই টিকিট পরীক্ষক এর কাছে হয়রানির শিকার হতে হচ্ছে। গুনতে হচ্ছে ফাইন। পুরনো ব্রীজ স্টেশনের বাইরে থাকায় সেই অসুবিধায় পড়তে হচ্ছিল না সাধারণ মানুষকে। সংস্কারের নামে কেন সেই পুরনো লোহার ব্রিজ বন্ধ করে রাখা হয়েছে সে নিয়েও উঠছে প্রশ্ন।

advertisement

আরও পড়ুনঃ নিগ্রেহাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বারাসতের স্টেশন পার্শ্বস্থ দুইপারের মানুষের ভরসা ছিল এই রেল ওভার ব্রীজই। সেখানে দাঁড়িয়ে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ, যার সমাধান হচ্ছে না দীর্ঘদিন ধরেই। স্থানীয় ও পথ চলতি মানুষের দাবি, যেকোন জিনিসই খারাপ হতে পারে, তাকে মেরামত করা হয় কিন্তু এক্ষেত্রে রেলের তরফ থেকে কোন স্বদিচ্ছা লক্ষ করা যাচ্ছে না দীর্ঘদিন অতিক্রান্ত হওয়ার পরও। বর্তমানে স্টেশনের পশ্চিম দিক থেকে যারা পূর্ব দিকে আসছেন জরুরি কাজে, তাদেরকে নয় অনেকটা ঘুরে লাইন পার হয়ে আসতে হচ্ছে। আর তা না হলে প্লাটফর্ম টিকিট কেটে নতুন ব্রীজ দিয়ে এসে এক নম্বর প্লাটফর্মে নেমে তারপর স্টেশনের বাইরে আসতে হচ্ছে।

advertisement

View More

আরও পড়ুনঃ প্রশাসনের উদ্যোগে প্রথম পুজো কার্নিভাল অনুষ্ঠিত জেলায়

ইতিমধ্যেই পুরনো ব্রীজ খোলার দাবি জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকেও ডেপুটেশন দেওয়া হয়েছে স্টেশন মাস্টারের কাছে কিন্তু রেলের তরফ থেকে কোন উত্তর পাওয়া যায়নি। সাধারণ মানুষের দাবি, দুপারের মানুষের সুবিধার্থে পুরনো লোহার ব্রীজটি অবিলম্বে মেরামত করে খুলে দেওয়া হোক। এর ফলে বিশেষ করে মহিলা এবং প্রবীণদের উপকার হবে। স্টেশনে পূর্ব দিকে জেলাশাসকের দপ্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ অফিস। সমস্যা সমাধানে এখন কি রাস্তা বের হয় সেদিকেই তাকিয়ে বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: রেল ব্রীজ পারাপারের সমস্যায় এখনও মেলেনি সমাধান, টিকিট কেটেই রেল লাইন পারাপার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল