স্কুলে যাওয়ার পথে ছাত্রছাত্রী রাও এই ব্রিজ ব্যবহার করে থাকে। বেহাল অবস্থায় পড়ে থাকা এই ব্রিজের তেমনভাবে সংস্কার হয় না বলেই দাবি স্থানীয়দের। প্রশাসনকে বারংবার বলা সত্ত্বেও বিদ্যাধরী প্রজেক্ট এর আওতায় থাকা কাঠের ব্রিজটি দীর্ঘদিন অবহেলিত। প্রাণের ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত। তাই বাধ্য হয়ে অবশেষে নতুন ব্রিজের দাবিতে রাস্তা অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি গ্রামবাসীদের। স্থানীয়রা জানিয়েছেন, এই সেতুর উপর কনকপুর, সাতাশি, গড়ালি, রুস্তমনগর সহ প্রায় গোটা দশেক গ্রামের কয়েক হাজার মানুষ নিত্যদিনের যাতায়াত।
advertisement
আরও পড়ুনঃ ‘দ্য এপিসেন্টার’ স্ক্রিপ্ট এনে দিল সুলতান পদমসি পুরষ্কার
বাজার হাট হাসপাতাল স্কুল সবাই প্রয়োজনে পার্বতী খালের ওপরের এই দুর্বল সেতু দিয়ে যাতায়াত করতে। দীর্ঘদিন ধরে দাবি জানিয়েও ফল না মেলায় অগত্যা নহাটা লক্ষ্মীপুর সড়কে নেমে বিক্ষোভ। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা অবশ্য কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি। কবে বিস্তীর্ণ এলাকার মানুষের যাতায়াতের রাস্তার এই সমস্যার সমাধান হয় এখন সেদিকেই তাকিয়ে সকলে।
Rudra Narayan Roy