জানা যায়, এদিন গেট পড়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে ঢুকে পড়ে ওই চার চাকা গাড়িটি। বিপত্তি ঘটতেই সাময়িক ভাবে বিঘ্নিত হয়ে ট্রেন চলাচল। যদিও কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
আরও পড়ুন: করমণ্ডল দুর্ঘটনার পর এখনও নিখোঁজ কাছের মানুষেরা! পরিবারের জন্য বিশেষ ব্যবস্থা ওড়িশা সরকারের
শিয়ালদহ রানাঘাট মেইন লাইন শাখার কাঁচরাপাড়া ওয়ার্কশপ লেবেল ক্রসিং গেটে থাকা প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, চার চাকা গাড়ির চালক নতুন শেখা গাড়ি (L লাগানো) নিয়ে রেল লাইন ক্রস করছিলেন। সে সময় গেট পড়ছিল। তড়িঘড়ি উত্তেজনাবশত গাড়ির ব্রেক না চেপে অ্যাক্সিলারেটর চেপে দেন। মুহূর্তেই এরপর তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রেল লাইনের মধ্যে ঢুকে পড়েন। লাইনের মাঝে ঝাকুনি দিয়ে গাড়ি বন্ধ হয়ে যায়। সে সময় ডাউন লালগোলা আসার কারণে গেট বন্ধ করা হচ্ছিল। তড়িঘড়ি গেট ম্যান-সহ সাধারণ মানুষ এমারজেন্সি কাপড় দেখিয়ে ট্রেনটিকে আটকায় বলে জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুন: অভিশপ্ত করমণ্ডলের স্বপ্নে ঘুম নেই, কখনও অট্টহাসি, কখনও নীরব! হাসপাতালে এ কী ঘটছে
ঘটনার জেরে প্রায় ২০-২৫ মিনিট ট্রেনটি দাঁড়িয়ে থাকে লাইনে। পরে ক্রেন নিয়ে এসে গাড়িটিকে সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। যদিও সেই সময় ধীর গতিতে আপ লাইন দিয়ে ট্রেন চলাচল করানো হচ্ছিল বলেও জানা যায় স্থানীয়দের কথায়।
দুর্ঘটনায় সাময়িক আহত চালককে স্থানীয় এই চিকিৎসকের কাছে নিয়ে যান। যদিও রেলের তরফ থেকে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। ব্যস্ততম এই রাস্তায় নতুন শেখা হাতে কেন ওই চালক গাড়ি নিয়ে এলেন, সে বিষয়টি নিয়েই প্রশ্ন তুলছেন স্থানীয়রা।
Rudra Narayan Roy