TRENDING:

North 24 Parganas News: নতুন হাতে শেখা গাড়ি নিয়ে সোজা রেললাইনে ট্রেনের সামনে চালক! তারপর যা ঘটল ভয়াবহ

Last Updated:

North 24 Parganas News: এদিন গেট পড়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে ঢুকে পড়ে ওই চার চাকা গাড়িটি। বিপত্তি ঘটতেই সাময়িক ভাবে বিঘ্নিত হয়ে ট্রেন চলাচল। যদিও কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: এ কী কাণ্ড! নতুন গাড়ি চালাতে শিখেই গাড়ি নিয়ে ট্রেন লাইনে উঠে পড়লেন চালক। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন তিনি। তাঁর কারণে কিছুক্ষণের জন্য ডাউন লাইনে রেল পরিষেবা ব্যহত হয়। প্রায় আধ ঘণ্টার উপর দাঁড়িয়ে থাকে ডাউন লালগোলা ট্রেন। ঘটনাটি ঘটেছে কাঁচরাপাড়া লেভেল ক্রসিং-এ।
রেললাইনে দাঁড়িয়ে গাড়ি
রেললাইনে দাঁড়িয়ে গাড়ি
advertisement

জানা যায়, এদিন গেট পড়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে ঢুকে পড়ে ওই চার চাকা গাড়িটি। বিপত্তি ঘটতেই সাময়িক ভাবে বিঘ্নিত হয়ে ট্রেন চলাচল। যদিও কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন: করমণ্ডল দুর্ঘটনার পর এখনও নিখোঁজ কাছের মানুষেরা! পরিবারের জন্য বিশেষ ব্যবস্থা ওড়িশা সরকারের

শিয়ালদহ রানাঘাট মেইন লাইন শাখার কাঁচরাপাড়া ওয়ার্কশপ লেবেল ক্রসিং গেটে থাকা প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, চার চাকা গাড়ির চালক নতুন শেখা গাড়ি (L লাগানো) নিয়ে রেল লাইন ক্রস করছিলেন। সে সময় গেট পড়ছিল। তড়িঘড়ি উত্তেজনাবশত গাড়ির ব্রেক না চেপে অ্যাক্সিলারেটর চেপে দেন। মুহূর্তেই এরপর তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রেল লাইনের মধ্যে ঢুকে পড়েন। লাইনের মাঝে ঝাকুনি দিয়ে গাড়ি বন্ধ হয়ে যায়। সে সময় ডাউন লালগোলা আসার কারণে গেট বন্ধ করা হচ্ছিল। তড়িঘড়ি গেট ম্যান-সহ সাধারণ মানুষ এমারজেন্সি কাপড় দেখিয়ে ট্রেনটিকে আটকায় বলে জানা গিয়েছে।

advertisement

View More

আরও পড়ুন: অভিশপ্ত করমণ্ডলের স্বপ্নে ঘুম নেই, কখনও অট্টহাসি, কখনও নীরব! হাসপাতালে এ কী ঘটছে

ঘটনার জেরে প্রায় ২০-২৫ মিনিট ট্রেনটি দাঁড়িয়ে থাকে লাইনে। পরে ক্রেন নিয়ে এসে গাড়িটিকে সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। যদিও সেই সময় ধীর গতিতে আপ লাইন দিয়ে ট্রেন চলাচল করানো হচ্ছিল বলেও জানা যায় স্থানীয়দের কথায়।

advertisement

দুর্ঘটনায় সাময়িক আহত চালককে স্থানীয় এই চিকিৎসকের কাছে নিয়ে যান। যদিও রেলের তরফ থেকে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। ব্যস্ততম এই রাস্তায় নতুন শেখা হাতে কেন ওই চালক গাড়ি নিয়ে এলেন, সে বিষয়টি নিয়েই প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: নতুন হাতে শেখা গাড়ি নিয়ে সোজা রেললাইনে ট্রেনের সামনে চালক! তারপর যা ঘটল ভয়াবহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল