বারাসত নবপল্লী সার্বজনীন কালীপুজোর এবছরের ভাবনায় দুর্গম কেদারের পথ পাড়ি দেওয়া যাবে অতি সহজেই। বারাসতের বড় পুজোগুলির মধ্যে অন্যতম বড় বাজেটের পুজো নবপল্লী সার্বজনীনের। এ বছর ৪৩ তম বর্ষে পদার্পণ করল এই পুজো। প্রত্যেক বছরই দর্শনার্থীদের কাছে পছন্দের তালিকায় থাকে এই পুজো।এবছর তাদের থিমে ফুটিয়ে তোলা হচ্ছে কেদারনাথের মন্দির।
আরও পড়ুনঃ বেনাগ্রাম কি সত্যিই ভৌতিক? নাকি নেপথ্যে থেকে অন্য কাহিনী? সাক্ষী ডাকাত কালী
advertisement
গত দু'বছর বারাসতবাসী সেইভাবে দীপাবলি উৎসব পালন করতে পারেনি, এবছর ফের জেলার মানুষ স্বমহিমায় ফিরবে দীপাবলি উৎসব উদযাপন করতে এমনটাই আশা প্রকাশ করছেন উদ্যোক্তারা।তবে এবছর প্রশাসনের নির্দেশে কোনও ভিআইপি পাস থাকছে না পুজোগুলিতে। সকলকেই লাইন দিয়ে প্রবেশ করতে হবে মণ্ডপে।
আরও পড়ুনঃ মানতেই পূর্ণ মনস্কামনা! সেজে উঠছে নৈহাটির জাগ্রত 'বড়মা', পুজো বিশেষ রীতি মেনেই
কেদারনাথ মন্দির দুর্গাপুজোয়ও জেলায় তৈরি হয়েছে, তবে নবপল্লি সার্বজনীন এর এই পুজোয় শুধুমাত্র মন্দির তৈরি হচ্ছে না, তার সঙ্গে আশপাশের সৌন্দর্যও তুলে ধরা হচ্ছে। যা দেখে মনে হবে আপনি যেন দাঁড়িয়ে রয়েছেন বরফ বেষ্টিত পাহাড়ের কোলেই কেদার ধামে। এ বছরের এই পুজোর বাজেট ৫০ লক্ষ টাকা। প্রশাসন ও ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, এ বছর দর্শনার্থীদের কোথাও ব্যারিকেড করে আটকানো হবে না। কারণ দর্শনার্থীরা একটি পুজো দেখে যেন দ্রুত আর একটি মণ্ডপে যেতে পারে তার জন্য।
বরফের মাঝে কেদার ধাম দর্শনের জন্য ইতিমধ্যেই উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে বারাসতবাসীদের মধ্যে। ইতিমধ্যেই বহু মানুষ ভিড় জমাচ্ছেন কেদারনাথ দর্শনের জন্য। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ। তারপরই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে বারাসতের কেদার ধাম।
রুদ্র নারায়ন রায়