দেবী মায়ের গোটা শরীর থাকবে মুক্তখচিত। মাথার চুলের জন্য ব্যবহার করা হচ্ছে কালো রঙের মুক্ত। দেবীর বসনে থাকা বস্ত্র তৈরি হচ্ছে মুক্ত দিয়েই। তবে দেবীর মুখে যে মুক্ত ব্যবহার করা হচ্ছে তা বেশ দামি বলেই জানালেন শিল্পী। সচরাচর এই ধরনের মুক্ত কোনও অলংকারের ক্ষেত্রেই ব্যবহার করা হয়। পাশাপাশি ব্যবহার করা হচ্ছে সামুদ্রিক বিভিন্ন জিনিসপত্র। এই প্রতিমাটি ব্যারাকপুরের একটি পুজো কমিটির জন্য তৈরি করছেন বলেও জানান ইন্দ্রজিৎ বাবু।
advertisement
আরও পড়ুন-‘শয্যাসঙ্গী’ থেকে ব্যর্থ প্রেমিক! বলিউডের চিরকুমার সলমনের প্রেমিকার সংখ্যা শুনলে মাথা ঘুরে যাবে
আরও পড়ুন-অসুস্থ স্বামীকে রেখে ছেলেকে নিয়ে হুল্লোড় সুদীপার, ছবি পোস্ট করতেই ধেয়ে এল কটাক্ষ, তারপর…
তিনি আরও জানান, তার সঙ্গে এই মূর্তি তৈরিতে কাজ করছেন বেসরকারি হোমের শিশুরাও। হোমের গণ্ডিতে আবদ্ধ না থেকে, তাদের মন ভাল রাখার জন্য ও শিল্পীসত্ত্বা বিকশিত করার লক্ষ্যে তাদেরকে এই প্রতিমা তৈরির কাজে উৎসাহ জোগাচ্ছেন ইন্দ্রজিৎবাবু। নিরাপত্তার জন্য গোটা স্টুডিও সিসিটিভি দিয়ে মোড়া রয়েছে বলেও জানিয়েছেন শিল্পী। হোমের শিশুরাও দেবী প্রতিমাকে এভাবে সাজিয়ে তুলতে পেরে খুশি ও আনন্দ পাচ্ছে। তবে শেষ পর্যন্ত কতটা সুন্দরভাবে এখন ফুটে ওঠে মায়ের রূপ, তা মানুষের দেখার পরই সামনে আসবে বলে মনে করেন এই শিল্পী।
Rudra Narayan Roy