Salman Khan: 'শয্যাসঙ্গী' থেকে ব্যর্থ প্রেমিক! বলিউডের চিরকুমার সলমনের প্রেমিকার সংখ্যা শুনলে মাথা ঘুরে যাবে

Last Updated:
Salman Khan: একাধিক তারকার সঙ্গে নাম জড়ালেও কতগুলো প্রেম করছেন ভাইজান তা ফাঁস হতেই শোরগোল পড়ে গিয়েছে৷
1/7
ব্যক্তিগত কারণেই হোক কিংবা সিনেমার জন্যই হোক সর্বদাই লাইমলাইটের শীর্ষে থাকেন সলমন খান। বি-টাউনের মোস্ট পপুলার চিরকুমারকে নিয়ে চর্চা সবসময়েই চলছে।
ব্যক্তিগত কারণেই হোক কিংবা সিনেমার জন্যই হোক সর্বদাই লাইমলাইটের শীর্ষে থাকেন সলমন খান। বি-টাউনের মোস্ট পপুলার চিরকুমারকে নিয়ে চর্চা সবসময়েই চলছে।
advertisement
2/7
বি-টাউনে একের পর এক অভিনেত্রীর সঙ্গে বারবার নাম জড়িয়েছে অভিনেতার। নিজের ব্যক্তিগত জীবন মিডিয়া এবং জনসাধারণের থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেও তাতে ব্যর্থ ভাইজান সলমন। ।
বি-টাউনে একের পর এক অভিনেত্রীর সঙ্গে বারবার নাম জড়িয়েছে অভিনেতার। নিজের ব্যক্তিগত জীবন মিডিয়া এবং জনসাধারণের থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেও তাতে ব্যর্থ ভাইজান সলমন। ।
advertisement
3/7
একাধিক প্রেম জীবনে আসলেও কোনওটাই টেকেনি তাঁর৷ আর তাই তো তিনি বলিউডের ব্যর্থ প্রেমিক৷ তবে নিজের ভুলেই একাধিবার সম্পর্ক ভেঙেছে সেকথাও নিজেই অকপটে স্বীকার করেছেন৷ একাধিক তারকার সঙ্গে নাম জড়ালেও কতগুলো প্রেম করছেন ভাইজান তা ফাঁস হতেই শোরগোল পড়ে গিয়েছে৷
একাধিক প্রেম জীবনে আসলেও কোনওটাই টেকেনি তাঁর৷ আর তাই তো তিনি বলিউডের ব্যর্থ প্রেমিক৷ তবে নিজের ভুলেই একাধিবার সম্পর্ক ভেঙেছে সেকথাও নিজেই অকপটে স্বীকার করেছেন৷ একাধিক তারকার সঙ্গে নাম জড়ালেও কতগুলো প্রেম করছেন ভাইজান তা ফাঁস হতেই শোরগোল পড়ে গিয়েছে৷
advertisement
4/7
সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে অভিনেত্রী কাজল তাকে তার প্রেমিকার সংখ্যা জিজ্ঞাসা করছেন৷ সলমন উত্তরে বলে, তাঁর পাঁচজন প্রেমিকা ছিল৷ কিন্তু এই উত্তর মানতে নারাজ ছিলেন কাজল ৷
সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে অভিনেত্রী কাজল তাকে তার প্রেমিকার সংখ্যা জিজ্ঞাসা করছেন৷ সলমন উত্তরে বলে, তাঁর পাঁচজন প্রেমিকা ছিল৷ কিন্তু এই উত্তর মানতে নারাজ ছিলেন কাজল ৷
advertisement
5/7
সলমন যে চেয়ারটিতে বসেছিলেল তাতে একদিকে ছিল সবুজ ও অন্যদিকে ছিল লাল আলো৷ উত্তর দেওয়ার পরই লাল আলো জ্বলতে-নিভতে শুরু করে৷ তারপরই কাজল মিথ্যাবাদী তকমা দেন ভাইজানকে৷
সলমন যে চেয়ারটিতে বসেছিলেল তাতে একদিকে ছিল সবুজ ও অন্যদিকে ছিল লাল আলো৷ উত্তর দেওয়ার পরই লাল আলো জ্বলতে-নিভতে শুরু করে৷ তারপরই কাজল মিথ্যাবাদী তকমা দেন ভাইজানকে৷
advertisement
6/7
সত্যিই কি মাত্র পাঁচজন প্রেমিকা ছিল সলমনের? অন্যদিকে অজয় সলমনকে প্রশ্ন করেন, একসঙ্গে কি পাঁচজনের সঙ্গে প্রেম করেছেন? স্বামীর প্রশ্ন শুনেই হেসে গড়িয়ে পড়েন কাজল৷
সত্যিই কি মাত্র পাঁচজন প্রেমিকা ছিল সলমনের? অন্যদিকে অজয় সলমনকে প্রশ্ন করেন, একসঙ্গে কি পাঁচজনের সঙ্গে প্রেম করেছেন? স্বামীর প্রশ্ন শুনেই হেসে গড়িয়ে পড়েন কাজল৷
advertisement
7/7
প্রায় তিন দশকের বেশি কেরিয়ারে একাধিক সুন্দরীদের সঙ্গে নাম জড়িয়েছে সলমন খানের৷ ঐশ্বর্য রাই থেকে, সঙ্গীতা,ক্যাটরিনা, সোমি আলি,বিদেশিনী ইউলিয়া ছাড়াও অনেকেই আছেন তালিকায়৷ সঙ্গীতা বিজলানির সঙ্গে বিয়ের কথাও নাকি পাকা হয়ে গিয়েছিল৷ তবু আজ পর্যন্ত কারোর গলায় মালা দিতে পারলেন না বলিউডের চিরকুমার ভাইজান৷
প্রায় তিন দশকের বেশি কেরিয়ারে একাধিক সুন্দরীদের সঙ্গে নাম জড়িয়েছে সলমন খানের৷ ঐশ্বর্য রাই থেকে, সঙ্গীতা,ক্যাটরিনা, সোমি আলি,বিদেশিনী ইউলিয়া ছাড়াও অনেকেই আছেন তালিকায়৷ সঙ্গীতা বিজলানির সঙ্গে বিয়ের কথাও নাকি পাকা হয়ে গিয়েছিল৷ তবু আজ পর্যন্ত কারোর গলায় মালা দিতে পারলেন না বলিউডের চিরকুমার ভাইজান৷
advertisement
advertisement
advertisement